শেষ আপডেট: 5th August 2023 15:06
দ্য ওয়াল ব্যুরো: আপ কল্যাণী সীমান্ত লোকালে আগুন (Fire) লেগেছে। সূত্রের খবর, শনিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ ট্রেনটি শিয়ালদহ স্টেশন ছেড়েছিল। তারপরেই ট্রেনের প্যানেল বোর্ডে আগুন দেখা যায়। ধোঁয়া বেরোতে দেখেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তারপর আগুন ছড়াতে থাকে। যাত্রীরা চেন টানলে দমদমে দাঁড়িয়ে পড়ে লোকাল। মাঝপথেই হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে দেখা যায় যাত্রীদের।
শিয়ালদহ থেকে যখন লোকাল ট্রেন ছাড়ে তখন তাতে অফিস ফেরত যাত্রী ও নিত্যযাত্রীদের ভিড়। ট্রেনের মধ্যে আগুনের ফুলকি দেখে আতঙ্কিত হয় পড়েন যাত্রীরা। ট্রেন দমদম স্টেশনে থামতেই প্ল্যাটফর্মে নেমে পড়েন যাত্রীরা। রেল পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা।
রেল সূত্রে জানা গেছে, দমদমে ট্রেনটিতে আগুন নেভানোর ব্যবস্থা হয়েছে। কোনও হতাহত বা আহতের খবর আসেনি। ট্রেনটি আপাতত দমদমে আছে। শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচলও স্বাভাবিক বলে জানা গেছে।
আরও পড়ুন: সামনেই উৎসবের মরশুম, বেআইনি বাজির কারবার বন্ধে প্রশাসনকে কড়া বার্তা নবান্নের