দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুর শহর লাগোয়া গুড়্গুড়িপাল থানার ছেয়াড়বনি এলাকা থেকে উদ্ধার হল ৭ টি মরচে ধরা একনলা বন্দুক। কেন্দ্রীয় বাহিনীর ১৮৪ নম্বর ব্যাটেলিয়ান বিশেষ সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে অভিযান চালিয়ে ওই একনলা বন্দুকগুলি উদ্ধার করে। মাটির নিচে একটি প্ল্যাস্টিকে মোড়া ছিল বন্দুকগুলি। পড়ে সেগুলি গুড়্গুড়িপাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।
বন্দুকগুলি কোথা থেকে এল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । স্থানীয় তৃণমূল নেতা তথা মনিদহ গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান বুদ্ধদেব বেরার দাবি, মাওবাদী সমস্যার সময় এই সব বন্দুকগুলি সিপিএমের লোকজন জড়ো করেছিল। স্থানীয় এনায়েতপুর ও সংলগ্ন এলাকায় ক্যাম্প ছিল সিপিএমের । যদিও পুলিশ নিশ্চিন্ত নয় যে এগুলি সিপিএমের কর্মী সমর্থকদের জড়ো করা , না তৎকালীন মাওবাদীদের। তদন্ত চলছে বলে জানিয়েছে গুড়্গুড়িপাল থানার পুলিশ।