Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সদ্যোজাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক, ১২ ঘণ্টা পর কবর দেওয়ার ঠিক আগেই কেঁদে উঠল শিশুকেরলে কংগ্রেস জিতলে শশী তারুর ‘বেশি পছন্দের’ মুখ্যমন্ত্রী? বলছে সমীক্ষানবান্নে মমতা-ওমর বৈঠক, কাশ্মীরকে ঘিরে ‘ভালবাসা আর নিরাপত্তার’ বার্তা, দুর্গাপুজোয় আমন্ত্রণমতি নন্দীর ছোটগল্প আসলে মধ্যবিত্ত কেরানি চরিত্র ও তাদের বিবর্ণ জীবনের স্ফটিকস্বচ্ছ আয়নাসরকারি চাকরির নিয়োগে বড্ড দেরি, ৩০ দিনের মধ্যে পুলিশি যাচাই-সহ বাকি পরীক্ষার নির্দেশ নবান্নরবিজেপি নেত্রীর সঙ্গে রাতে গজলডোবায় হাওয়া খেতে গিয়েছিলেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিওদিনের পর দিন ব্রেকফাস্টে ফাঁকি! এই ৫ অভ্যাস সময়ের আগেই ব্রেনের বয়স বাড়িয়ে দিচ্ছে, জানেন কি?'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনারুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবা

কেন্দ্রীয় বাহিনীর অভিযানে বন্দুক উদ্ধার জঙ্গলমহলে

দ্য ওয়াল ব্যুরো:  মেদিনীপুর শহর লাগোয়া গুড়্গুড়িপাল থানার ছেয়াড়বনি এলাকা থেকে উদ্ধার হল ৭ টি মরচে ধরা একনলা বন্দুক। কেন্দ্রীয় বাহিনীর ১৮৪ নম্বর ব্যাটেলিয়ান বিশেষ সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে অভিযান চালিয়ে ওই একনলা বন্দুকগুলি উদ্ধার করে। মাটি

কেন্দ্রীয় বাহিনীর অভিযানে বন্দুক উদ্ধার জঙ্গলমহলে

শেষ আপডেট: 19 June 2018 02:16

দ্য ওয়াল ব্যুরো:  মেদিনীপুর শহর লাগোয়া গুড়্গুড়িপাল থানার ছেয়াড়বনি এলাকা থেকে উদ্ধার হল ৭ টি মরচে ধরা একনলা বন্দুক। কেন্দ্রীয় বাহিনীর ১৮৪ নম্বর ব্যাটেলিয়ান বিশেষ সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে অভিযান চালিয়ে ওই একনলা বন্দুকগুলি উদ্ধার করে। মাটির নিচে একটি প্ল্যাস্টিকে মোড়া ছিল বন্দুকগুলি। পড়ে সেগুলি গুড়্গুড়িপাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । বন্দুকগুলি কোথা থেকে এল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । স্থানীয় তৃণমূল নেতা তথা মনিদহ গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান বুদ্ধদেব বেরার দাবি, মাওবাদী সমস্যার সময় এই সব বন্দুকগুলি সিপিএমের লোকজন জড়ো করেছিল। স্থানীয় এনায়েতপুর ও সংলগ্ন এলাকায় ক্যাম্প ছিল সিপিএমের । যদিও পুলিশ নিশ্চিন্ত নয় যে এগুলি সিপিএমের কর্মী সমর্থকদের জড়ো করা , না তৎকালীন মাওবাদীদের।  তদন্ত চলছে বলে জানিয়েছে  গুড়্গুড়িপাল থানার  পুলিশ।

ভিডিও স্টোরি