শেষ আপডেট: 14th August 2024 14:57
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীকে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে উত্তাল রাজ্য। রাজ্যের বিভিন্ন হাসপাতালে জারি রয়েছে ডাক্তারদের কর্মবিরতি। চলছে বিক্ষোভ। তার মধ্যে চিকিৎসাধীন দুই রোগীর মারামারির ঘটনায় শোরগোল পড়ল দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে।
জানা গেছে, মঙ্গলবার রাতে স্যালাইন দেওয়ার স্ট্যান্ড নিয়ে মারামারির জেরে একজন রোগী গুরুতর জখম হয়েছেন। তবে কী কারণে মারামারি তা এখনও জানা যায়নি। সংঘর্ষে জখম হন বছর ৬৪র ফাগু পাহান। পেটে ব্যথা হওয়ায় বালুরঘাটের মাহিনগরে বাড়ি থেকে এনে মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
ফাগুর পরিবারের অভিযোগ, পাশের বেডের এক রোগীর সঙ্গে কোনও বিষয় নিয়ে বচসা বেঁধেছিল। তারপরেই শুরু হয় মারামারি। স্যালাইনের স্ট্যান্ড দিয়ে ফাগুর মুখে এবং মাথায় আঘাত করা হয়। সেই সময় হাসপাতালের লোকজন কোথায় ছিলেন সেই প্রশ্ন তোলেন তাঁরা। ওয়ার্ডের মধ্যে দুই রোগীর মারামারির খবর পেয়ে বালুরঘাট জেলা হাসপাতালে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। মাঝরাতে ওয়ার্ডের মধ্যে মারামারির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ভর্তি থাকা অন্য রোগীরাও।
এই ঘটনার প্রতিবাদে বুধবার হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান রোগীর পরিজনরা। বালুরঘাট হাসপাতালে সুপার কৃষ্ণেন্দুবিকাশ বাগ বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। যে নার্স দায়িত্বে ছিলেন, তাঁর সঙ্গে কথা বলা হবে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। সব দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।"