শেষ আপডেট: 25th February 2023 05:15
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: সদ্যোজাত শিশুর (newborn) ওজন বেশি ছিল। অভিযোগ, সমস্যা হলেও জোর করে নরমাল ডেলিভারি করানোর চেষ্টা হয়। এর জেরে প্রসবের সময় ভেঙে যায় শিশুটির একটি হাত! রক্ত জমাট বেঁধেছে বুকে এবং মাথার পিছন দিকে। এই ঘটনায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের এক স্ত্রীরোগ বিশেষজ্ঞের (the doctor) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের (family lodged complain) করল ওই সদ্যোজাতর পরিবার।
প্রসব যন্ত্রণা নিয়ে শান্তিপুর নতুনপাড়া এলাকার বধূ উর্মিলা বিবি, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন। গত জানুয়ারি মাসের ২৭ তারিখ ভোরবেলায় তিনি সন্তান প্রসব করেন। তাঁর পরিবারের অভিযোগ, সদ্যোজাতর ওজন অনেকটাই বেশি ছিল। তাই প্রসবের সময় সমস্যায় পড়েছিলেন চিকিৎসক। অনেকক্ষণ ধরে চেষ্টার পর অবশেষে শিশুটির প্রসব করানো হয়। জোর করে প্রসবের পরেই শিশুটির অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে শিশুটিকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয়। সদ্যোজাত শিশুটিকে নিয়ে রানাঘাট মহাকুমা হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন।
কিন্তু বাচ্চাটির অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসকরা পরের দিনই তাকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে এক্সরে করে ধরা পরে শিশুটির একটি হাত ভেঙে গেছে। মাথা এবং বুকেও চোট রয়েছে। রক্ত জমাট বেঁধে রয়েছে শরীরের একাধিক জায়গায়। এই ঘটনায় শুক্রবার পরিবারের তরফ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসকদের উদাসীনতার ফলেই তাদের সদ্যোজাত শিশুর এই পরিণতি।
শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার তারক বর্মন বলেন, ‘‘লিখিত অভিযোগ পাওয়ার পরেই আমরা কয়েকজন মিলে মেডিকেল বোর্ড গঠন করেছি। যদি কোনও গাফিলতি ঘটে থাকে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’ এখন সুবিচারের আশায় রয়েছেন ওই শিশুটির পরিবার।
শাহ বনাম নীতীশ-তেজস্বী, কংগ্রেসের অধিবেশনের মাঝে আচমকা চর্চায় বিহার