Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
EVM Water Proof Bag

ভরা গ্রীষ্মেও যদি বৃষ্টি নামে, আলিপুরদুয়ারে ইভিএম বাঁচাতে ওয়াটারপ্রুফ ব্যাগ

এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে লোকসভা ভোট। গণনা শেষ হবে জুন মাসের ৪ তারিখ। বলা যায়, ভরা গ্রীষ্মে অনুষ্ঠিত হবে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তা সত্ত্বেও ঝড়বৃষ্টি থেকে ইভিএম বাঁচাতে বাড়তি ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। বাংলার জন্য উত্তরাখণ্ড থেকে পাঠানো হল ওয়ারপ্রুফ ব্যাগ। 

ভরা গ্রীষ্মেও যদি বৃষ্টি নামে, আলিপুরদুয়ারে ইভিএম বাঁচাতে ওয়াটারপ্রুফ ব্যাগ

শেষ আপডেট: 26 March 2024 11:07

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে লোকসভা ভোট। গণনা শেষ হবে জুন মাসের ৪ তারিখ। বলা যায়, ভরা গ্রীষ্মে অনুষ্ঠিত হবে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তা সত্ত্বেও ঝড়বৃষ্টি থেকে ইভিএম বাঁচাতে বাড়তি ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। বাংলার জন্য উত্তরাখণ্ড থেকে পাঠানো হল ওয়ারপ্রুফ ব্যাগ। 

মূলত আলিপুরদুয়ারের তিন বুথের জন্যই ব্যাগগুলি বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে জেলা নির্বাচন দফতরে সেগুলি পৌঁছে গেছে। আলিপুরদুয়ার জেলায় ১৩৫২টি বুথ রয়েছে। সেখানে তিনটি বুথ বক্সা পাহাড়ের দুর্গম এলাকায় অবস্থিত। সেই তিনটি বুথের জন্য তিন সেট ওয়াটারপ্রুফ ব্যাগ এসেছে। শুধু ইভিএম মেশিন নয়, সিপিইউ ও ভিভিপ্যাডের জন্য আলাদা আলাদা ব্যাগ এসেছে। 

বিষয়টি নিয়ে আলিপুরদুয়ার জেলা নির্বাচনী আধিকারিক আর বিমলা জানিয়েছেন, ভোট নিয়ে কয়েকদিন আগেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক হয়েছিল তাঁদের। সেখানে জেলার তিনটি দুর্গম এলাকার  বুথের কথা তুলে ধরা হয়। সেখানকার সমস্যার কথা জেনে উত্তরাখণ্ডের সিইও এই ওয়াটারপ্রুফ ব্যাগ পাঠানোর ব্যবস্থা করেন। 

জেলার নির্বাচনী আধিকারিক আরও জানিয়েছেন, অন্যান্য এলাকায় গাড়ি করে দ্রুত বুথ পর্যন্ত পৌঁছে যাওয়া গেলেও ওই তিনটি বুথে পৌঁছতে ভোটকর্মীদের বেশ কয়েক কিলোমিটার পায়ে হাঁটতে হয়। এই এলাকা বৃষ্টি প্রবণ। তাই পথে আচমকা বৃষ্টি এলে ইলেক্ট্রনিক সরঞ্জামগুলি যাতে ভিজে নষ্ট না হয়, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৮০০ ফুট উঁচুতে বক্সা পাহাড়ের কোলে রয়েছে আদমা, চুনাভাটি ও বক্সা বুথ। এই তিন বুথ মিলিয়ে প্রায় দুহাজারের কাছাকাছি ভোটার রয়েছে। সেখানে ভোটের সরঞ্জামগুলি কুলির মাধ্যমে পাঠানো হয়।


ভিডিও স্টোরি