শেষ আপডেট: 6th February 2023 13:24
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পাঁচদিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল বাঘের ( Tiger ) মুখ থেকে ফের আসা এক মৎস্যজীবীর ( Fisherman Death)।
মৃতের নাম সঞ্জয় চক্রবর্তী। দক্ষিণ ২৪ পরগনার কুলতলী ব্লকের মৈপীঠ উপকূল থানার নগেনাবাদ এলাকার বাসিন্দা সঞ্জয় তিন সঙ্গীকে নিয়ে গত বৃহস্পতিবার সুন্দরবনের নদীখাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। শনিবার বিকেলে জঙ্গলে কাঁকড়া ধরার সময় আচমকাই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ। সঙ্গীরা তাঁকে বাঁচাবার চেষ্টা করতে গেলে বাঘের সঙ্গে ব্যাপক লড়াই করতে হয় তাঁদের।
লাল্টুর দেহ পৌঁছল মাড়গ্রাম, থমথম চারদিক! মূল অভিযুক্তর স্ত্রী বলছে, তৃণমূল করে স্বামী
দীর্ঘক্ষণ বেগতিক বুঝে শিকর ছেড়ে গভীর জঙ্গলে পালিয়ে যায় বাঘটি। রক্তাক্ত অবস্থায় সঞ্জয়কে উদ্ধার করে মইপিঠ নগেনাবাদে নিয়ে আসা। প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি কর হয় তাঁকে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সঞ্জয়কে কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল।