শেষ আপডেট: 28th May 2023 18:36
দ্য ওয়াল ব্যুরো: সুন্দরবন টাইগার রিজার্ভের সঙ্গে হাত মিলিয়ে দারুণ এক উদ্যোগ নিল নয়াদিল্লির মার্কিন দূতাবাসের রিজিওনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ দফতর। এনজিও শের (SHER)-এর সঙ্গে হাত মিলিয়ে ট্যুরিস্ট গাইডদের (Tourist guides of Sunderban) ইংরেজি শেখানোর (English Language Training) উদ্যোগ নিল তারা।
জানা গেছে, সম্প্রতি সুন্দরবনের ৩৬ জন ইকো-ট্যুরিস্ট গাইডকে ইংরেজি শেখানোর জন্য একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল এ মাসের ২২ তারিখে। ২৭ তারিখ অবধি চলেছে ওয়ার্কশপ। সুন্দরবনের মাল্টিপারপাস কমিউনিটি রিসোর্স সেন্টারের স্মার্ট ক্লাসরুমে ছ'দিনের প্রশিক্ষণ শিবিরের শেষে সুন্দরবনের প্রধান বন সংরক্ষক অজয় দাস অংশগ্রহণকারী গাইডদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
সুন্দবনের মানুষদের মূল জীবিকা জল-জঙ্গল থেকে মাছ-মধু আহরণ হলেও, ইদানীং ট্যুরিজম সেখানে নতুন মাত্রা নিয়েছে। প্রতিবছর প্রায় সারা বছর ধরেই বহু পর্যটক পাড়ি দেন বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যে ঘুরবেন বলে। শীতকালে তো রীতিমতো ভিড় হয়ে যায় এলাকায়। আসেন দেশ-বিদেশের বহু মানুষই।
সেই সব পর্যটকদের কাছে সুন্দরবনকে ভালভাবে তুলে ধরতেই ট্যুরিস্টদের এই ইংরেজি শেখানোর উদ্যোগ বলে জানা গেছে। কারণ এখন সুন্দরবন ঘোরা মানে কেবলই তা ঘোরার মধ্যে সীমাবদ্ধ নয়। সুন্দরনকে জানা, তার সমস্যা বোঝা, জলবায়ু সংকটে তার বিপন্নতা উপলব্ধি করা-- এই সবটাই পর্যটনেরই একটা বাঞ্ছনীয় অংশ।
কিন্তু সমস্যা হয় বিদেশি পর্যটকদের ক্ষেত্রে। তাঁদের সঙ্গে কথা বলার যে মূল মাধ্যম, ইংরেজি, তা জানেন না এলাকার বেশিরভাগ গাইডই। তাই তাঁদের ইংরেজি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে নয়াদিল্লির মার্কিন দূতাবাস ও SHER-এর তরফে।