শেষ আপডেট: 25th September 2023 13:43
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ডুয়ার্সে (Dooars) ফের হাতির হানা (Elephant Attacked)। এবার দলছুট হাতি তাণ্ডব চালাল চা-বাগান মালিক সংগঠনের দফতরে। রবিবার বেশি রাতে দলছুট হাতিটি তাণ্ডব চালায়। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় সংগঠনের দফতরের গেট ও বাগান।
স্থানীয় সূত্রে খবর, রাত সাড়ে ১১ টা নাগাদ একটি বুনো হাতি পার্শ্ববর্তী মোরাঘাট জঙ্গল থেকে এদিন ডিবিআইটিএ দফতরের গেট ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালায় । পরবর্তীতে এলাকার লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করলে জঙ্গলে চলে যায় হাতিটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার কর্মীরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন রাতেই খাবারের সন্ধানে এভাবে দলছুট হাতি বা হাতির দল লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাচ্ছে। এবার হামলা হল ডিবিআইটিএর দফতরে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ডুয়ার্সের চা বলয়ে। রাতে বন দফতরের টহলদারির দাবি উঠেছে।
আরও পড়ুন: মোবাইলে সন্দেহের বীজ! পরকীয়ার ‘অপরাধে’ স্ত্রীকে খুন, রেহাই পেল না নাবালক ছেলেও