শেষ আপডেট: 10th June 2023 05:17
বিদেশে বসবাসকারী ভারতীয়দের ভোটদানের সুযোগ দিতে চায় কমিশন, ভাবনা শুরু
দ্য ওয়াল ব্যুরো: বিদেশে বসবাসকারী ভারতীয়দের (NRI) একাংশকে দেশের নির্বাচনে ভোটদানের সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন (election commission)। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বিদেশ মন্ত্রকে সদ্য যোগদানকারী অফিসারদের সঙ্গে আলাপচারিতায় এক প্রশ্নের জবাবে এই কথা বলেছেন। তিনি বলেন, এজন্য প্রযুক্তিগত সমস্যা কমিশন কাটিয়ে উঠেছে। সরকার সম্মতি দিলেই এই ভোটাধিকার চালু করা যায়।
বিদেশে বসবাসকারীদের মধ্যে তিন ধরনের নাগরিক আছেন। একদল হলেন, অনাবাসী ভারতীয়, যারা চাকরি বা অন্যান্য সূত্রে দীর্ঘদিন বিদেশে বসবাস করছেন, কিন্তু সে দেশের নাগরিকত্ব নেননি। আর একদল আছেন যাঁরা বিদেশের নাগরিকত্ব নিলেও ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার। বেশ কিছু দেশে এই ধরনের কার্ড হোল্ডাররা সে দেশের নাগরিকত্ব নিয়ে থাকলেও দেশেও কিছু সুযোগ সুবিধা ভোগ করেন। তৃতীয় ধরনের নাগরিকরা হলেন, যাঁরা বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। ভারতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়েছেন।
প্রথম দুই ধরনের নাগরিকেরা এদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন। পারেন ঘরবাড়ি-সহ অন্যান্য সম্পত্তির মালিক হতে। শুধু কৃষিজমি কিনতে পারবেন না তারা। এই দুই ধরনের নাগরিকদের ভোটাধিকার দেওয়ার প্রস্তাব বহু পুরনো।
মুখ্য নির্বাচন কমিশনার জানান, কমিশনের সঙ্গে কথা চলছে বিদেশ মন্ত্রকের। সরকার অনুমতি দিলেই এই ভোটাধিকার চালু করা যাবে। তবে অবশ্যই ওই ভারতীয়দের ভোট দিতে দেশে আসতে হবে না। আর তাঁরা ভোটে প্রার্থীও হতে পারবেন না। তাদের ভোটগ্রহণ করা হবে ই-পোস্টাল ব্যালটে। অর্থাৎ ইলেকট্রনিক ব্যবস্থায় তাদের কাছে ব্যালট পৌঁছে দেওয়া হবে। ইলেকট্রনিক ব্যবস্থাতেই তারা ভোটদান করবেন। প্রসঙ্গত, এই ব্যবস্থা বছর কয়েক আগে দেশে চালু করা হয়েছে সেনা ও আধা সেনাদের জন্য। দেশের নানা প্রান্তে কর্মরত সেনারা এই পদ্ধতি কাজে লাগিয়ে নিজের কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন। একই প্রযুক্তি ব্যবহার করে পরিযায়ী শ্রমিকদের ভোটদানের সুযোদ দেওয়ার বিষয়েও ভাবনাচিন্তা শুরু হয়েছে। এ জন্য বিশেষ ইভিএম তৈরির কাজও শেষ।
উত্তরে বর্ষা ঢুকছে ২৪ ঘণ্টায়, আকাশ অংশত মেঘলা থাকলেও দক্ষিণে বৃষ্টি নয় আজ