শেষ আপডেট: 1st April 2023 12:25
দ্য ওয়াল ব্যুরো: ক'দিন আগে আদালতে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আইনজীবী বলেছিলেন, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ফোনে সোনার খনির হদিশ মিলেছে। শনিবার আদালতে পেশ করা হয় শিক্ষা দুর্নীতি কাণ্ডে গ্রেফতার অয়ন শীলকে। এদিন ইডির আইনজীবী আদালতে বলেন, বাংলায় শিক্ষা দুর্নীতি দেখে কবিগুরুর (Rabindranath Tagore) হৃদয় রক্তাক্ত হচ্ছে।
শুধু কবিগুরু নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের বীরভূম জেলার প্রসঙ্গও তুলেছেন ইডির আইনজীবী। তাঁর কথায়, বোলপুর এখন দুটো সি-র জন্য বিখ্যাত। কোরাপশন ও কাউ স্মাগলিং। অর্থাৎ দুর্নীতি ও গরু পাচার।
রাজ্যের শাসক দলের বক্তব্য, ইডি যে রাজনৈতিক প্রভুর নির্দেশে মামলা সাজাচ্ছে তা নিয়ে কোনও সংশয় নেই। আদালতে যে ভাষা প্রয়োগ করা হচ্ছে তা গ্যালারি শো। অর্থাৎ সংবাদমাধ্যমে ছাপার জন্য এ সব কথা বলা। যাতে রাজনৈতিক ভাবে বাংলার সরকারের ক্ষতি করা যায়। প্রকৃত তদন্তে তৃণমূলের কোনও আপত্তি নেই, তাও অবশ্য জানিয়েছে শাসক দল।
ইডি এদিন দাবি করেছে, অয়ন শীলের কাছ থেকে একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির কাছে এজেন্টের মাধ্যমে ধাপে ধাপে ২৬ কোটি টাকা গিয়েছে। সেই ব্যক্তির নাম আদালতে বলতে চায়নি ইডি। কেন্দ্রীয় তদন্ত এজেন্সির আইনজীবী জানিয়েছেন, সেই প্রভাবশালীর নাম কেস ডায়েরিতে লেখা আছে।
ইডি আরও জানিয়েছে, অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গিয়েছে। তাঁদেরও নামও অবশ্য ইডি জানায়নি।
মমতার ধর্নার পর মাত্র ৬৪০ কোটি বরাদ্দ করল কেন্দ্র, পাওনা বহুগুণ