শেষ আপডেট: 25th September 2023 15:29
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে আরও তদন্তকারী অফিসার লাগবে বলে সোমবার হাইকোর্টের ধমক খেয়ে স্বীকার করলেন ইডি অফিসার (ED)।
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে তদন্ত চলছে তার তদন্তকারী অফিসার হলেন ইডির অ্যাসিসট্যান্ট ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্র। তদন্তের অগ্রগতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে এদিন তাঁকে যারপরনাই ভর্ৎসনা করেছেন বিচারপতি সিনহা (Justice Amrita Sinha)।
বিচারপতি সিনহার এহেন কড়া প্রশ্নের মুখে পড়ে চুপ করে থাকেন ইডি অফিসার। তাঁকে ফের প্রশ্ন করেন বিচারপতি। তিনি মিথিলেশ কুমারের কাছে জানতে চান, এই তদন্তের জন্য কোনও সাহায্য কি তাঁর দরকার? বিচারপতির এই ধমকের মুখে পড়ে মিথিলেশ কুমার বলেন, হ্যাঁ দরকার। বিচারপতি জানতে চান, কী দরকার? ইডি-র অ্যাসিসট্যান্ট ডিরেক্টর বলেন, আরও তদন্তকারী অফিসার দরকার।
আরও পড়ুন: ইডি অফিসারকে বেনজির ভর্ৎসনা বিচারপতি সিনহার, কেমন গন্ধ পাচ্ছি, আপনারা তথ্য লুকোচ্ছেন!
বিচারপতি জানতে চান আর কী দরকার? রেভিনিউ ইন্টালিজেন্সের সাহায্য চাই কি? জবাবে মিথিলেশ কুমার বলেন, ফাইনান্সিয়াল ইন্টালিজেন্স ইউনিট (Financial Intelligence Unit) সাহায্য দরকার। এফআইইউ হল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্ত একটি তদন্তকারী সংস্থা।
এদিনের শুনানিতে সিবিআইয়ের তরফে অশ্বিনী সাংভি নামে এক সিনিয়র অফিসার উপস্থিত ছিলেন। তাঁকে এ ব্যাপারে প্রশ্ন করেন বিচারপতি সিনহা। জবাবে সাঙ্ঘভি বলেন, সিবিআই প্রয়োজনমতো ফাইনান্সিয়াল ইন্টালিজেন্স ইউনিটের সাহায্য নেয়।
পরে ইডির আইনজীবী আদালতকে জানান, তদন্তের জন্য আরও কজন অফিসারকে নিয়োগ করতে হবে সে ব্যাপারে ইডির ডিরেক্টরের সঙ্গে কথা বলবেন তিনি। তার পরশু আদালতকে তা জানাবেন। ইডির কাজের ফাঁকফোকর নিয়ে এদিন বারবার হতাশা প্রকাশ করেছেন বিচারপতি। তা নিয়ে ইডির আইনজীবী বলেন, যা ভুল হয়েছে তা আর পরবর্তীকালে হবে না।
আরও পড়ুন: অভিষেকের কোম্পানিতে অপরাধের টাকা ঢুকেছিল কিনা এখনও প্রমাণ করা যায়নি: আদালতে ইডি