শেষ আপডেট: 10th April 2023 06:28
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষা দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়ন শীলকে (Ayan Shil) জেরা করে বিস্ফোরক তথ্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের (ইডি) আধিকারিকরা। জেরায় অয়ন স্বীকার করেছেন, পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রায় ৪০ কোটি টাকা তুলেছিলেন তিনি। এই টাকাটা আবার পুরোটাই অয়নের পকেটে যায়নি। ভাগ ভাগ করে কমিশনের টাকা চলে গেছে পুরসভার বিভিন্ন প্রভাবশালীদের কাছে।
অয়ন শীলকে ১১ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই সময়টা ইডি চাইলেই জেরা করতে পারে তাঁকে। অয়ন শীলকে জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য হাতে আসছে ইডির। জানা গেছে, পুরসভার বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে নাকি ৪০ কোটি টাকা কমিশন তুলেছিলেন অয়ন শীল। এই টাকা পুরোটা পাননি অয়ন, ২০ থেকে ২৫% টাকা কমিশন পেয়েছেন তিনি। জেরায় দাবি, কমিশনের টাকা যা উঠত তার থেকে ওই ২০ শতাংশই বরাদ্দ ছিল তাঁর, বাকিটা চলে যেত পুরসভার বিভিন্ন প্রভাবশালীদের কাছে। তাঁরা কারা সেই নাম নাকি ফাঁস করেছেন অয়ন। তাঁর বয়ান অনুযায়ী, সেই প্রভাবশালীদের নামের তালিকা তৈরি করছে ইডি।
ইডি সূত্রের খবর, অয়ন শীল যে পুরসভা নিয়োগ দুর্নীতিতে বিভিন্ন জনের থেকে যে কোটি কোটি টাকা তুলেছিলেন, তার তথ্যপ্রমাণ তাঁর হার্ড ডিস্কেই মিলেছে। সেই টাকা কোথায় কোথায় বিনিয়োগ হয়েছে, এবার সেটাই খতিয়ে দেখবে ইডি।
সূত্রের খবর, অয়ন বিভিন্ন পুরসভার নিয়োগের ক্ষেত্রে প্রার্থী প্রতি লক্ষ লক্ষ টাকা কমিশন নিতেন। অয়নের বাড়ি থেকেও এই সংক্রান্ত একাধিক নথি, হার্ড ডিস্ক সহ বাজেয়াপ্ত করেছিলেন ইডি-র গোয়েন্দারা। পুরসভা নিয়োগের জন্য প্রায় ষাটটির বেশি পুরসভা থেকে কোটি কোটি টাকা তুলেছিল অয়ন। এক একটি পোস্ট অনুসারে নেওয়া হত কমিশন। পোস্ট অনুযায়ী ঠিক হত টাকার অঙ্ক। কম্পিউটার হার্ড ডিস্ক ঘেঁটে ও অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ৪০ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
নিয়োগ দুর্নীতির তদন্তে টাস্ক ফোর্স গড়ছে সিবিআই, পঞ্চায়েত ভোটের সময়ে থাকবে ৭ অফিসার?
পুরসভায় নিয়োগে মজদুর, ক্লার্ক, গ্রুপ ডি, সি বিভিন্ন পদের জন্য নেওয়া হত মোটা টাকার কমিশন। ইডি সূত্রে খবর, অয়নের নামে বেনামে ফ্ল্যাট রয়েছে একাধিক জায়গায়। সেই ফ্ল্যাটগুলির জন্য কোথা থেকে টাকা পেয়েছিলেন অয়ন, তাও খতিয়ে দেখচ্ছে ইডি। প্রায় ৭-৮ ফ্ল্যাটর মধ্যে চুঁচুড়া ছাড়া কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে বেশিরভাগ ফ্ল্যাট রয়েছে। ইডির আইনজীবী ফিরোজ ইডুলজি বলেছেন, মাত্র ১৩ দিনে অয়নকে জেরা করে তার ৮ টি ফ্ল্যাট ৫ টি গাড়ি এবং ১ টি পেট্রল পাম্পের হদিশ পাওয়া গিয়েছে। কীভাবে ও এত টাকার সম্পত্তি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।