শেষ আপডেট: 30th October 2022 04:05
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো ও কালীপুজোর সময় বেশ কিছু স্পেশ্যাল লোকাল ট্রেন (special trains) চালানো হলেও তা নির্দিষ্ট সময় অবধিই চলেছে। কিন্তু জগদ্ধাত্রী পুজোতে (Jagaddhatri Puja) এবার সারারাত ধরেই লোকাল চলবে হাওড়া (Howrah)-বর্ধমান (Bardhaman) এবং হাওড়া-ব্যান্ডেল (Bandel) শাখায়। বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে পূর্ব রেল (Eastern Railway)।
প্রসঙ্গত উল্লেখ্য, জগদ্ধাত্রী পুজোয় রিষড়া, শ্রীরামপুর থেকে শুরু করে একেবারে চন্দননগর অবধি বড় বড় সমস্ত পুজো হয়। এইসময় এই জায়গাগুলোর ভোল আমূল বদলে যায়। চন্দননগর, ভদ্রেশ্বরের মতো এলাকাগুলিতে থিম পুজোর ঢল, বড় বড় মণ্ডপ, অসাধারণ প্রতিমাসজ্জা এবং আলোর রোশনাই দেখতে জেলাগুলি থেকে বহু দর্শনার্থীর সমাগম হয়। এই সময়ে যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই কথা মাথায় রেখে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
জানা গেছে, হাওড়া শাখায় মোট ছয় জোড়া অতিরিক্ত ট্রেন চালানো হবে। এর মধ্যে পাঁচ জোড়া লোকাল ট্রেন চলবে হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে এবং আরও এক লোকাল ট্রেন চলবে হাওড়া-বর্ধমানের মধ্যে। একনজরে দেখে নেওয়া যাক এই স্পেশ্যাল ট্রেনগুলি কোন স্টেশন থেকে কখন ছাড়বে-
হাওড়া-বর্ধমান স্পেশ্যাল:
আগামী ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর অবধি হাওড়া থেকে মেইন লাইনে আপ স্পেশ্যাল ট্রেনটি ছাড়বে রাত ১:১৫ মিনিটে। ট্রেনটি বর্ধমান পৌঁছাবে ভোর ৩:৫০ মিনিটে। আর রাত ২:২০ মিনিটে ট্রেনটি ব্যান্ডেল স্টেশনে পৌঁছবে। এদিকে, ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর অবধি বর্ধমান থেকে মেইন লাইনে ডাউন স্পেশ্যাল ট্রেনটি ছাড়বে রাত সাড়ে ১০টায়। ট্রেনটি ব্যান্ডেল স্টেশনে পৌঁছবে রাত ১১:৫৩ মিনিটে আর হাওড়া স্টেশনে পৌঁছবে রাত ১টায়।
হাওড়া-ব্যান্ডেল স্পেশ্যাল:
৩১ অক্টোবর থেকে সম্ভবত ৩ অথবা ৪ নভেম্বর অবধি চলবে হাওড়া-ব্যান্ডেল স্পেশ্যাল ট্রেন। হাওড়া থেকে আপ লাইনে এই স্পেশ্যাল ট্রেনগুলি ছাড়বে বিকেল ৫:২০ মিনিটে, সন্ধে ৭:৫৫ মিনিটে, রাত ৮:৩৫ মিনিটে, রাত সাড়ে ১১টা ও রাত সাড়ে ১২টায়। এই ট্রেনগুলি ব্যান্ডেল স্টেশনে পৌঁছাবে যথাক্রমে সন্ধে ৬:২৫ মিনিটে, রাত ৯টা, রাত ৯:৪০ মিনিট, রাত সাড়ে ১২টা এবং রাত ১:২৫ মিনিটে। আবার ব্যান্ডেল থেকে ডাউন লাইনে স্পেশ্যাল ট্রেন ছাড়বে সন্ধে ৬:৩৫ মিনিট, রাত ৯:২০ মিনিট, রাত ৯:৫৫ মিনিট, রাত ১ টা এবং রাত ২টোয়। ট্রেনগুলি হাওড়া স্টেশনে পৌঁছবে যথাক্রমে সন্ধে ৭:৪০ মিনিটে, রাত সাড়ে ১০টা, রাত ১১ টা, রাত ২:০৫ মিনিট এবং ভোর ৩:০৫ মিনিট।
এদিকে, আগামী ৪ নভেম্বর জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের দিন হাওড়া-ব্যান্ডেল লাইনে আরও একটি স্পেশ্যাল ট্রেন চালানোর কথা হয়েছে। ওই ট্রেনটি রাত ২:৩৫ মিনিটে হাওড়া ছেড়ে ব্যান্ডেল পৌঁছবে ভোর ৩:৫০ মিনিটে। আবার ডাউনে একটি স্পেশ্যাল ট্রেন ভোর ৪টের সময় ব্যান্ডেল ছেড়ে ভোর ৫:১০ মিনিটে হাওড়া ঢুকবে।
ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, হাওড়া-খড়্গপুর শাখায় ব্যাহত ট্রেন চলাচল