শেষ আপডেট: 2nd February 2023 02:20
দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালে ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro) চালু হওয়ার পরে এই প্রথমবার সল্টলেকের সেন্ট্রাল পার্ক মাঠে হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata Book Fair)। যার ফলে মেট্রো করেই মেলা যাওয়ার সুবিধা পাবেন বইপ্রেমীরা। বারাসত হোক বা বারুইপুর, একঝটকায় জেলার যে কোনও প্রান্ত থেকে ট্রেন ধরে শিয়ালদহ এসে সেখান থেকে মেট্রো চেপে মেলার কাছে চলে আসতে পারবেন সবাই। তবে বইমেলার জেরে আগামী কয়েকদিন ইস্ট-ওয়েস্ট মেট্রোতে ভাল ভিড় (crowd) হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মত প্রশাসনের।
এ নিয়েই বুধবার বৈঠকে বসেছিল বিধাননগর পুলিশ এবং মেট্রো কর্তৃপক্ষ। বইমেলা এবং সেখানে আগত সকল বইপ্রেমীর নিরাপত্তা সুনিশ্চিত করতে চেষ্টার ত্রুটি রাখা হবে না বলে সাফ জানিয়েছেন বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা। গত মঙ্গলবারই তিনি বলেছিলেন, মেলা চত্বরে উপর থেকে ভিড়ের উপরে নজরদারি চালাতে করুণাময়ী এলাকায় বাড়তি সিসি ক্যামেরা বসানো হবে। তবে সন্ধের পর যখন ভিড় বাড়বে, তখন মেট্রোতে টিকিট কাটা নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার জন্য সব টিকিট কাউন্টার খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে।
যেহেতু, শিয়ালদহগামী লাইনে করুণাময়ীর আগের স্টেশনই সেক্টর ফাইভ, তাই অফিস ছুটির ব্যস্ত সময়ে মেট্রোতে ভিড় এমনিই বাড়বে। তার উপর আগামী কয়েকদিন থাকবে বইপ্রেমীদের ভিড়ও। ফলত করুণাময়ী এবং সেন্ট্রাল পার্ক ছাড়াও অন্যান্য সব স্টেশনে পর্যাপ্ত টোকেন ও স্মার্ট কার্ড রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে কলকাতা বইমেলা। ফলে আগামী শনি ও রবিবার ছুটির দিনে ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
এই প্রেক্ষিতে মেট্রো কর্তৃপক্ষ জানায়, বইমেলার কথা ভেবেই রোজ ১০৬টি ট্রেনের বদলে ১২০টি ট্রেন চালানো হচ্ছে। ওই দিনগুলোয় রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত ১২ মিনিট অন্তর মেট্রো চলবে ইস্ট-ওয়েস্ট লাইনে। রবিবার, ছুটির দিনে দুপুর থেকে রাত পর্যন্ত প্রায় ১৫ মিনিট অন্তর ৮০টি ট্রেন চলবে। তবে প্রয়োজন পড়লে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে বলেই দাবি করেছে মেট্রো।
একইসঙ্গে বলা হয়েছে, করুণাময়ী মেট্রো স্টেশনে প্রবেশ-প্রস্থানের পথে যাতে যাত্রীদের অস্বাভাবিক ভিড় না হয়, তা সামলাতে বিধাননগর পুলিশের সাহায্য চাওয়া হয়েছে। মেট্রো বুধবারের বৈঠকে একথাও জানায় যে, বইমেলার কারণে শিয়ালদহ মেট্রো স্টেশনে যাতে ভিড় নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি না হয়, সে জন্য সাহায্য চাওয়া হয়েছে কলকাতা পুলিশের কাছেও।
তবে যেহেতু করুণাময়ীতেই বইমেলা হয়, তাই ওই স্টেশনকে পাখির চোখ করা হচ্ছে। তবে এর পাশাপাশি সেন্ট্রাল পার্ক স্টেশনেও কড়া নজরদারি থাকবে পুলিশ এবং মেট্রো কর্তৃপক্ষের। এই বিষয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের এক পুলিশ অফিসার বলেন, ‘‘২০১৮ সাল থেকে বইমেলা হচ্ছে সেন্ট্রাল পার্কের মাঠে। প্রতিবছরই বইপ্রেমীরা এখানে ভিড় জমান। এবার এই প্রথম তাঁরা মেট্রোর সুবিধা পাবেন। সবাই যে কমবেশি ওই সুবিধা নিতে চাইবেন, তা সকলেরই জানা। তাই আমরাও সে বিষয়ে সতর্ক থাকছি।"
ঘরে আটকে রেখে উঠতি মডেলকে নির্যাতন, গ্রেফতার টলিউডের অভিনেতা