শেষ আপডেট: 20th March 2022 09:11
East Medinipur: ভগবানপুরে প্রেমিকের সঙ্গে একই শাড়ির ফাঁসে আত্মঘাতী গৃহবধূ, পড়ে রইল কোলের সন্তান
দ্য ওয়াল ব্যুরো: কোলের সন্তানকে ফেলে রেখে প্রেমিকের সঙ্গে আত্মঘাতী হলেন গৃহবধূ। একই শাড়ির ফাঁসে উদ্ধার হল তাঁদের মৃতদেহ। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের (East Medinipur) ভগবানপুরে।
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের সেনা ঘাঁটি! ছড়িয়েছে আতঙ্ক
ভগবানপুর থানার সুবোধপুর গ্রামের ঘটনা। সুবোধপুর শ্মশানের একটি বাবলা গাছ থেকে শাড়ির ফাঁসের দু'প্রান্তে দেহ দুটি ঝুলতে দেখে এলাকার মানুষ। মৃত বধূর নাম সোনামণি প্রধান। তাঁর তিন বছরের একটি সন্তান আছে। মৃত যুবকের নাম প্রশান্ত সামন্ত, তিনি অবিবাহিত বলে জানা গিয়েছে। পাশাপাশি গ্রামে তাঁদের বাড়ি।
খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে এটি আত্মহত্যার ঘটনা নাকি দু'জনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
বাজির শব্দে অতিষ্ঠ, প্রতিবাদ করায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর উপর ব্লেড হামলা!
স্থানীয় সূত্রে খবর, সোনামণি আর প্রশান্তের মধ্যে বেশ কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বেকার প্রশান্তের সঙ্গে সোনামণির বিয়ে দিতে রাজি হয়নি তাঁর পরিবার। অন্য একজনের সঙ্গে বিয়ে হয়ে যায় তাঁর। শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। সকালে দুজনের ঝুলন্ত দেহ মেলে। তদন্ত চলছে।