শেষ আপডেট: 25th September 2023 14:05
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দত্তপুকুর বাজি বিস্ফোরণ (Duttapur Blast) কাণ্ডের অন্যতম অভিযুক্ত রমজান আলিকে ধরল পুলিশ। সোমবার তাঁকে বারাসত আদালতে তোলা হয়েছিল। দত্তপুকুর থানার পুলিশ অভিযুক্তকে ১৪ দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। যদিও বিচারক ১০ দিন পুলিশ হেফাজত মঞ্জুর করেন।
মাস খানেক আগে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের নীলগঞ্জ এলাকার একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছিল। এরপরেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় মানুষ। পুলিশের মদতেই এই এলাকায় অবৈধ বাজির রমরমা কারবার চলছে বলে অভিযোগ করেন তাঁরা। গোটা ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায়।
বারাসাতের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছিলেন, রমজানের খোঁজ চালানো হচ্ছে। ঘটনার পর থেকেই তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে কদম্বগাছি থেকে গ্রেফতার করা হয় রমজানকে।
এদিন রমজানকে আদালতে তোলা হলে, তাঁর পক্ষের আইনজীবী সাইদুজ্জামান জানিয়েছেন, তাঁর মক্কেল নির্দোষ। এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। যদিও বিচারক শেষ পর্যন্ত রমজানকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
দত্তপুকুর বাজি বিস্ফোরণ কাণ্ডের জেরে সাসপেন্ড করা হয়েছিল নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরা এবং দত্তপুকুর থানার আইসি শুভব্রত ঘোষকে। অবৈধ বাজির খোঁজে জেলাজুড়ে শুরুও হয় তল্লাশি।
আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করল প্রতারকরা! চন্দ্রকোণার পঞ্চপাণ্ডব খোয়ালেন লক্ষাধিক টাকা