শেষ আপডেট: 6th May 2023 09:39
দ্য ওয়াল ব্যুরো,পশ্চিম বর্ধমান: জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে সাফল্যের নিরিখে ক্রমশই রাজ্যের নামী বেসরকারি হাসপাতালগুলিকেও ছাপিয়ে যাচ্ছে সরকারি হাসপাতাল। এবার কঠিন সার্জারির মাধ্যমে এক মহিলার শরীর থেকে প্রায় ৫ কেজি ওজনের বিশালাকার টিউমার (5 kg tumor) বের করে গড়লেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের (Durgapur Sub Divisional Hospital) চিকিৎসকেরা।
হুগলির গুড়াপের বাসিন্দা আদিবাসী মহিলা শেফালী টুডু গত প্রায় তিন বছর ধরে তলপেটের যন্ত্রণায় ভুগছিলেন। পরীক্ষায় ধরা পড়ে, তাঁর পেটে একটি টিউমার রয়েছে, যা ক্রমশই আকারে বাড়ছিল। স্থানীয় বিভিন্ন চিকিৎসককে দেখিয়ে লাভ না হওয়ায় সপ্তাহ দুয়েক আগে দুর্গাপুরে চিকিৎসা করাতে আসেন ওই মহিলা। সেখানকার ডাক্তারদের পরামর্শেই গত বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন ওই মহিলা।
অস্ত্রোপচারের আগেই শেফালির শরীরে রক্তের সংকট মেটাতে প্রায় চার বোতল রক্ত দেওয়া হয় তাঁকে। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয় তাকে। তারপর পাঁচজনের চিকিৎসকের একটি দল গঠন করে অস্ত্রোপচার শুরু হয়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় সফল হয় সার্জারি। ওই মহিলার তলপেট থেকে বের হয় পাঁচ কেজি ওজনের টিউমার।
অস্ত্রোপচারের পর বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন শেফালি, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। দুর্গাপুর মহাকুমা হাসপাতালের সুপার ডাক্তার ধীমান মণ্ডল জানিয়েছেন, 'দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকরা সবসময়ই তৎপর। এই মহিলার তলপেট থেকে পাঁচ কেজি ওজনের টিউমার বের করে নজির গড়েছেন চিকিৎসকেরা।'
চিকিৎসক সন্দীপ মণ্ডলের দাবি, মহকুমা হাসপাতালে এই ধরনের অস্ত্রোপচার খুব কমই হয়। ওই মহিলার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। তারপরেও সফল হয়েছে অস্ত্রোপচার। সুস্থ হওয়ার পর চিকিৎসকদের অনেক ধন্যবাদ জানিয়েছেন শেফালি।
বিপদে পড়া মহিলাকে সাহায্য করতে গিয়েছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যে ফাঁদে তিনি পড়লেন…