শেষ আপডেট: 14th September 2023 06:50
দ্য ওয়াল ব্যুরো,পশ্চিম বর্ধমান: উচ্ছেদ অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধল দুর্গাপুরের (Durgapur Chaos) তামলা ব্রিজ সংলগ্ন এলাকায়। অভিযোগ, ডিপিএলের জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে বসবাস করছে বেশ কয়েকটি পরিবার। তাদের বারবার উঠে যেতে বলা হলেও এলাকা ছাড়তে চাইছে না তারা। এই নিয়ে গত একমাস ধরে অশান্তি চলছে।
সিআইএসএফ জওয়ানদের সঙ্গে প্রথমে তাঁদের কথা কাটাকাটি শুরু হয়। পরে ধস্তাধস্তি বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে সিআইএসএফ লাঠিচার্জ করে বলে অভিযোগ। বেশ কয়েকজন আন্দোলনকারী লাঠির ঘায়ে রক্তাক্ত হন। এরপরেই প্রতিবাদে রাস্তা অবরোধ শুরু হয়। বেলা বাড়তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাস্তায় কাঠের গুড়ি ফেলে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা।
এলাকার প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিল ঘটনাস্থলে যান। তিনি বলেন, ‘‘রাজনীতি ভুলে সবাইকে বাস্তুচ্যুত মানুষদের পাশে দাঁড়াতে হবে। পুনর্বাসনের ব্যবস্থা্ না হলে এরা কোথায় গিয়ে দাঁড়াবেন সেটা সবারই ভাবা দরকার।’’
আরও পড়ুন: ভারতীয় ছাত্রীর মৃত্যু নিয়ে ঠাট্টা মার্কিন পুলিশের, ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়