শেষ আপডেট: 11th May 2023 06:10
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শক্তিগড়ে দুর্ঘটনার জের (Shaktigarh train accident)। বৃহস্পতিবার সকাল পর্যন্ত স্বাভাবিক হল না (disrupted) বর্ধমান-হাওড়া শাখার (Howrah-Burdwan branch) ট্রেন চলাচল। যতক্ষণ না লাইনচ্যুত বগি সরানো যাচ্ছে ততক্ষণ ট্রেন চলাচল স্বাভাবিক হবে না বলেই মনে করা হচ্ছে।
মেন লাইনে হাওড়ার দিকে যাওয়ার ট্রেন ছাড়ছে মেমারি থেকে৷ এই সমস্যার জেরে কাজের দিনে সকাল থেকেই সমস্যায় নিত্যযাত্রীরা। মশাগ্রাম থেকে কর্ড লাইনের ট্রেন ছাড়ছে। দূরপাল্লার ট্রেনগুলিকেও সিঙ্গল লাইন করে পার করানো হচ্ছে। বিভিন্ন দূরপাল্লার ট্রেনও দেরিতে চলছে। উত্তরবঙ্গের ডাউনের ট্রেনগুলিকে কাটোয়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন। তিনি বলেন, “রাতে কাজের তেমন অগ্রগতি না হলেও সকাল থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে লাইনচ্যুত লোকাল ট্রেনের বগি দুটিকে তোলার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বগি ছাড়া মালগাড়ির অন্য বগিগুলিকে সরিয়ে ফেলা হয়েছে।”
নিত্যযাত্রী সুমন্ত পাঁজা বলেন, “শক্তিগড় স্টেশনে সকালে এসেছিলাম ট্রেন ধরার জন্য। কিন্তু ডাউন লাইনে কোনও ট্রেন চলাচল করছে না কাল রাত ন'টার পর থেকে। ফলে খুবই সমস্যায় পড়েছি। আরেক যাত্রী গুসকরার বাসিন্দা চিরঞ্জিত ব্যানার্জীও বলেন, “কোনও ট্রেন পাচ্ছি না। চরম দুর্ভোগে পড়েছি।”
একটি আপ লাইনকে ডাউন লাইন করে বিভিন্ন স্টেশনে আটকে থাকা ডাউন ট্রেনগুলিকে গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে। সকাল ৯ টার সময় ডাউন মোকমা-হাওড়া প্যাসেঞ্জারকে পার করা হয়। দশ ঘন্টা পর ডাউন লাইনে এটাই ছিল প্রথম ট্রেন। বাতিল করা হয়েছে ডাউন কোল্ডফিল্ড এক্সপ্রেস, আপ ও ডাউন ইন্টারসিটি এক্সপ্রেস।
রাত থেকেই হাওড়া বিভাগের ডিআরএম মনীশ জৈন ও পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমরপ্রকাশ দ্বিবেদী শক্তিগড়ে দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে গোটা বিষয়টির তদারকি করছেন।
শক্তিগড়ের কাছে লাইনচ্যুত ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল, রাতের বেলা বড় দুর্ঘটনা