শেষ আপডেট: 1st December 2022 13:52
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: স্কুলে চলছে বার্ষিক পরীক্ষা। তাতে কি! ক্লাসঘরের বাইরেই বসল দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp)! হৈ হট্টগোল এতটাই যে দরজা-জানলা বন্ধ করে কোনওমতে পরীক্ষা (Annual Examination) দিল ছাত্ররা। এমনই ঘটনায় বির্তক তৈরি হয়েছে কেতুগ্রামে।
আমগোরিয়া-গোপালপুর আরজিএম ইনস্টিটিউশনে বার্ষিক পরীক্ষা চলছে। বৃহস্পতিবারও পরীক্ষা ছিল। তা সত্বেও স্কুল চত্বরেই বসেছিল দুয়ারে সরকার ক্যাম্প। শয়ে শয়ে মানুষ এসেছিলেন ক্যাম্পে। সেই খবর পেয়ে সাংবাদিকরা ছবি তুলতে গেলে বাধা দেন তৃণমূলের অঞ্চল সভাপতি সালেহ হোসেন ওরফে তুহিন মিঞা। বচসা শুরু হয় সেখানে। পরে কেতুগ্রাম পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এমন হই হট্টগোলের মধ্যেই পরীক্ষা চলতে থাকে।
পাঁশকুড়া থানার পাশে বিস্ফোরণ! অসুস্থ হয়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের
শিক্ষকদের অভিযোগ, পরীক্ষার রুটিন আগে থেকে তৈরি করা ছিল। কিন্তু ক্যাম্প করার নোটিস তাঁরা আগে হাতে পাননি। তাই পরীক্ষা পিছনো সম্ভব ছিল না। অসুবিধার মধ্যেই পরীক্ষা দিতে হয়েছে ছাত্রদের।
যদিও নিজেদের গাফিলতির কথা স্বীকার করে নেন কেতুগ্রামের বিডিও পুষ্পেন্দু সান্যাল। তিনি বলেন, তড়িঘড়ি ক্যাম্প করার সিদ্ধান্ত নিতে হয়েছিল। স্কুল চলার সময় ক্যাম্প চলতে পারে না তাই সেটিকে সরিয়ে নেওয়া হবে।
বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ অবশ্য মুখে কুলুপ এঁটেছে।