শেষ আপডেট: 28th March 2023 11:08
দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ শিশুর চিকিৎসার জন্য তাকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন বাবা মা। সেখানেই মত্ত (Drunk) অবস্থায় জোর করে শিশুটিকে ইনজেকশন দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। ঘটনার কথা সামনে আসতেই বরখাস্ত করা হয়েছে ওই কর্মীকে।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর (Palghar) জেলায় গত শনিবার। সূত্রের খবর, শনিবার অসুস্থ ছেলেকে নিয়ে তালসারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন শিশুটির বাবা মা। অভিযোগ, সেই সময় এক স্বাস্থ্যকর্মী সেখানে মত্ত অবস্থায় হাজির হয়। অভিযোগ, সে জোর করে চিকিৎসকদের অনুমতি ছাড়াই শিশুটিকে একটি ইনজেকশন দিয়ে দেওয়ার চেষ্টা করে। স্বভাবতই তাতে বাধা দেন শিশুটির বাবা মা। সেই নিয়ে ওই স্বাস্থ্যকর্মীর সঙ্গে তাঁদের কথা কাটাকাটি শুরু হয়।
জানা গেছে, ঘটনা দেখতে পেয়ে সেখানে ছুটে আসেন স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত এক চিকিৎসক। তিনি শিশুটিকে পরীক্ষা করে তাকে প্রয়োজনীয় ইনজেকশন দেন। ঘটনার সময় উপস্থিত লোকজন ভিডিও রেকর্ড করতে শুরু করেন। তারপর তা পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরেই তা পড়ে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের। তারপরেই সোমবার জেলা পরিষদের প্রেসিডেন্ট প্রকাশ নিগমেরনির্দেশে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হয় ওই কর্মীকে।
তিনি স্বাস্থ্যকেন্দ্রের বাকি কর্মীদের এমন কাণ্ড না ঘটানোর বিষয়ে সতর্ক করেছেন।
শিয়ালদহ রেল হাসপাতালে ভয়াবহ আগুন, ধোঁয়ায় ঢেকেছে চারপাশ, আতঙ্কিত রোগী-আত্মীয়রা