শেষ আপডেট: 20th September 2023 13:28
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: স্ত্রীকে খুন করে শেষরক্ষা হল না। ঘটনার ৫৩ দিন পর স্বামীকে গ্রেফতার করল ডোমজুর (Domjur Murder Case) থানার পুলিশ। বুধবার হাওড়া আদালতে পেশ করা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
কিছুদিন আগে লিলুয়ার পূর্বপাড়া এলাকার এক মহিলা ফুচকা খাওয়ার সময় আচমকাই ছবি দেখে তাঁকে চিনতে পারেন। তিনি পুলিশকে জানান, লিলুয়ার পচাখালের পাশে পূর্বপাড়ায় ওই মহিলার বাড়ি। সেই সূত্র ধরেই মৃত মহিলার পরিচয় জানতে পারে পুলিশ। জানা যায়, ওই মহিলার নাম সুনয়নাদেবী। কিন্তু জুলাই মাস থেকে তাঁর গোটা পরিবার নিখোঁজ।
তদন্তের সূত্র ধরে মঙ্গলবার রাতে দাসনগর থেকে সুনয়নাদেবীর স্বামী অনিল যাদবকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে জানা যায়, অনিল সম্প্রতি আরও একটি বিয়ে করেছে। নতুন স্ত্রী বিহারে থাকত। প্রথম স্ত্রীকে সরিয়ে দেওয়ার জন্য অনিলের উপর চাপ সৃষ্টি করেছিল তার পরিবার। সেই চাপেই এই খুন।
ধৃতকে এদিন হাওড়ার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হলে তাকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ জানিয়েছে, জেরায় ধৃত কবুল করেছে, ঘরের মধ্যে সুনয়নাকে খুনের পর পাকুরিয়া ব্রিজের ধারে গভীর রাতে ফেলে আসে। এই ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
আরও পড়ুন: ক্লাসঘরে খসে পড়ছে চাঙড়, একরাশ আতঙ্কে হুগলির স্কুলে পড়ুয়াদের পড়তে পাঠান বাবা-মা