শেষ আপডেট: 16th June 2018 13:49
দ্য় ওয়াল ব্য়ুরো : চিকিৎসায় গাফিলতির অভিযোগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের দুই জুনিয়র ডাক্তারকে মারধরের অভিযোগ উঠল। ঘটনায় তিন অভিযুক্তকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ। বিষপানে অসুস্থ মেমারির করন্দা গ্রামের বাসিন্দা এক তরুণীকে শনিবার সকাল ৯ টা নাগাদ বর্ধমান মেডিক্য়াল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পরিবারের দাবি, স্য়ালাইনের বোতল শেষ হয়ে গেলেও নতুন করে স্য়ালাইন দেওয়া হয়নি তাঁকে। কর্তব্যরত চিকিৎসকদের জানানো হলেও তাঁরা কর্ণপাত করেননি। এরপরেই তাঁরা চড়াও হন দুই জনিয়র ডাক্তার মিঠুন সরকার ও বিভাও মনিশের উপর। ওই দুই জুনিয়র ডাক্তারের পাল্টা অভিযোগ, রোগীকে হাসপাতালে ভর্তি করার পর থেকেই পরিবারের লোকজন তাঁকে আইসিইউতে রাখতে হবে বলে দাবি জানাচ্ছিলেন। সেখানে বেড খালি নেই বলা হলে তাঁরা চিকিৎসকদের মারধর করে। পুলিশ এই ঘটনায় ওই তরুণীর বাবা, দাদা ও মামাকে আটক করেছে।