পদত্যাগ করলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান
শেষ আপডেট: 30th December 2024 19:49
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: পদত্যাগ করলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী। সোমবার দিনহাটা পুরসভার বোর্ড মিটিং শেষে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে দিনহাটা পুরসভার চেয়ারম্যান জানান, যেহেতু তাঁর সময়েই বাড়ি তৈরির ভুয়ো প্ল্যান পাশ হয়েছিল তাই তদন্তে সহযোগিতা করার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রী উদয়ন গুহ বলেন, "চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও সেটা নজির সৃষ্টি করার মতোই সিদ্ধান্ত। তবে এদিন চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত সঠিক কিনা তা নিয়ে দ্বিধাবিভক্ত কাউন্সিলররা।
বাড়ি তৈরির ভুয়ো প্ল্যান পাস নিয়ে রীতিমতো উত্তাল দিনহাটা পুরসভা। অভিযোগ উত্তম চক্রবর্তী নামে পুরসভার পূর্ত দফতরের পিয়ন পদে কর্মরত একজন অনেকদিন ধরে নাগরিকদের বাড়ি তৈরির ভুয়ো প্ল্যান তৈরিতে সামিল ছিল। সেটা নজরে আসতেই নড়েচড়ে বসে দিনহাটা পুরসভা। পুরসভার তরফ থেকে পাঁচজন সাধারণ নাগরিকের অভিযোগপত্র সহ দিনহাটা থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করে। তারমধ্যেই সোমবার বোর্ড মিটিং করে নিজের পদত্যাগ পত্র জমা দিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী।
অভিযোগ, দিনহাটা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজয় সাহা নামে এক ব্যক্তি ২০২১ সালে একটি বিল্ডিংয়ের প্ল্যান পাশ করার জন্য পুরসভায় যান। সেখানে তাঁর কাছ থেকে পুরসভার তরফ থেকে ৬৫ হাজার ২৩০ টাকার বিনিময়ে একটি রশিদ ধরিয়ে দেওয়া হয়। তিনি সেসময় বিষয়টি বোঝেননি। গত ২২শে ডিসেম্বর পুরসভা এসে তিনি বুঝতে পারেন রশিদটি জাল। এরপর বিষয়টি পুরসভায় লিখিতভাবে জানানো হয়।
এদিকে লিখিত অভিযোগ পেয়ে পুরসভার এক্সিকিউটিভ অফিসার অলোককুমার সেন বিষয়টি নিয়ে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন। এরপর আরও দুজন বাসিন্দার বিল্ডিং প্ল্যান পাশের কাগজে একই ধরনের অনিয়ম ধরা পড়ে।
শুক্রবার পুলিশের তরফ থেকে প্রথমে পুরসভার তিনজন কর্মচারীকে দিনহাটা থানায় ডেকে পাঠানো হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর পুলিশের একটি দল পুরসভায় যায় এবং পুরসভার এক্সিকিউটিভ অফিসার অলোক কুমার সেন-সহ অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলেন। তদন্ত শেষে পুরসভা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুলিশ বাজেয়াপ্ত করে। সেই ঘটনার জেরে তোলপাড় পরে দিনহাটা পুরসভায়। তারপরেই এদিন পদত্যাগের সিদ্ধান্ত নিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী।