শেষ আপডেট: 30th May 2022 12:52
দ্য ওয়াল ব্যুরো: কয়েক মাস আগে হাওড়ায় একটি পুকুর পাড়ে হাঁটু মুড়ে বসে পড়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তারপর বঁড়শিতে টোপ লাগিয়ে ছিপ ফেলেছিলেন পুকুরে। মাছও উঠেছিল। কেউ কেউ মজা করে তখন বলেছিলেন, দিলীপদা মান্নাদের গানটা গাইতে পারেন—দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি বঁড়শিতে! সোমবার মুর্শিদাবাদে গিয়ে আর বঁড়শি নয়, আঁকশি দিয়ে আম পাড়লেন দিলীপ।
বাগান ঘুরে ঘুরে আঁকশি দিয়ে আম পাড়লেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। আশপাশে থাকা কর্মীদের বললেন, “তোরা শুধু দেখা কোনগুলো পাকা আম, তারপর দ্যাখ কেমন নামাই!” তারপর আম পেড়ে চেখেও দেখলেন দিলীপ (Dilip Ghosh)। একদম গাছপাকা হিমসাগর।
ফল ঘোষণা ইউপিএসসি সিভিল সার্ভিসের, প্রথম স্থানে শ্রুতি
দিলীপ ঘোষ যখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রচারক ছিলেন, তখন নিয়মিত লাঠিখেলা চর্চা করতেন। এদিন মুর্শিদাবাদের বাগানে যে ভাবে প্রকাণ্ড আঁকশি নিয়ে ঘুরলেন তা দেখে অনেকের দিলীপের লাঠি খেলার দিনগুলি মনে পড়ে দিয়েছে। শুধু আম নয়। এদিন লিচু বাগানেও লিচু পেড়ে খেয়েছেন দিলীপ।