শেষ আপডেট: 14th September 2023 11:58
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: কৌশিকী অমাবস্যায় ফুঁসে উঠেছে সমুদ্র। দিঘায় স্নান করার সময় তলিয়ে যাওয়া এক পর্যটককে উদ্ধার করলেন নুলিয়ারা (Digha Drowned)। দিঘা হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই তরুণকে।
মাঝ সমুদ্রে তাঁকে তলিয়ে যেতে দেখে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন কর্তব্যরত নুলিয়ারা। তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভর্তি রয়েছেন তিনি। তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। কৌশিকী অমাবস্যায় সমুদ্র উত্তাল থাকাতেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। ঘটনার পর থেকেই সমুদ্রের তীরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। চলছে সতর্কতামূলক প্রচার।
সপ্তাহের মাঝামাঝি তেমন ভিড় নেই সৈকত শহরে। তবে একেবারে ফাঁকাও নয়। উত্তাল সমুদ্রের রূপ দেখতে এদিন সকাল থেকেই বহু পর্যটক ভিড় করেন সমুদ্রের ধারে। রাত থেকেই ফুঁসে উঠেছে সমুদ্র। বিশাল আকারের ঢেউ উপেক্ষা করে সমুদ্রে নামতে গিয়েই তিনি বিপদ বাঁধান বলে মনে করছেন প্রশাসন। নজরদারি বাড়ানো হয়েছে সমুদ্রের ধারে।
আরও পড়ুন: জলঢাকা নদীতে নেমে তলিয়ে গেল পাঁচ ছাত্র! রাতভর তল্লাশি চালিয়ে উদ্ধার পড়ুয়ার দেহ