শেষ আপডেট: 4th September 2023 13:10
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: পা বাঁধা অবস্থায় বস্তার ভিতর থেকে উদ্ধার এক বধূ (Woman Rescued)। ঘটনা জানাজানি হতেই ব্যাপক হইচই ধূপগুড়ির (Dhupguri) বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোড়াগাড়ি এলাকায়।
পায়ের বাঁধন কেটে সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে বস্তা থেকে বের করে সুস্থ করে তোলার চেষ্টা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। রাতেই তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
জানা গিয়েছে, মাস পাঁচেক আগে বিয়ে হয়েছিল ওই তরুণীর। কর্মসূত্রে স্বামী ও শ্বশুর বাইরে থাকেন। বাড়িতে ওই তরুণী বধূ এবং তার শাশুড়ি থাকেন। প্রতিবেশীরা জানিয়েছেন, বৌমাকে পাওয়া যাচ্ছে না জানতে পেরে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। অবশেষে বাড়িতে যেখানে কাঠ রাখে সেখানে বস্তার ভেতর থেকে শাড়ি দেখা যাচ্ছিল। বস্তা খুলে তাঁর হদিস মেলে।
মহিলার পরিবারের তরফে এখনও থানায় অভিযোগ দায়ের করা হয়নি। তবে কী উদ্দেশ্যে কে বা কারা এই ধরনের কাণ্ড ঘটাল, তা তদন্ত করে দেখছে ধূপগুড়ি থানার পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংদেন ভুটিয়া জানিয়েছেন ওই মহিলার অভিযোগ, কেউ বা কারা তাঁকে জখম করে হাত পা বেঁধে ফেলে দিয়ে গিয়েছিল। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: হাতি বেরিয়ে পড়তে পারে যে কোনও সময়, বা চিতাবাঘ, ধূপগুড়ির ভোটে সতর্ক কমিশন