শেষ আপডেট: 21st March 2022 14:50
দ্য ওয়াল ব্যুরো: এতদিন পর স্কুল খুলেছে, ছেলেমেয়েরা ঠিক মতো মিড ডে মিল (Mid Day Meal) পাচ্ছে তো? সেসব দেখার ভার এবার পুলিশ কর্তাদের। আচমকা স্কুল পরিদর্শনে এসে খাবারের গুণমান খতিয়ে দেখছেন তাঁরা। সোমবার দুপুরে ধূপগুড়ি (Dhupguri) ব্লকের দুটি স্কুলে পরিদর্শন সারেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীন ওয়াংদে ভুটিয়া। সঙ্গে ছিলেন ধূপগুড়ি থানার আই সি সুজয় তুঙ্গা (Police)।
দলবল নিয়ে পুলিশ আধিকারিক প্রথমেই বারোঘরিয়া ২ নং বি এফ পি স্কুলের রান্নাঘরে ঢোকেন। মিড ডে মিল কেমন রাঁধা হচ্ছে তা খতিয়ে দেখেন। সেখানে সন্তুষ্ট হয়ে পুলিশ কর্তা যান শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত জয় বসাকের স্কুল ধূপগুড়ি বটতলী স্বর্নময়ী প্রাথমিক বিদ্যালয়ে।
আরও পড়ুন: বাড়ি নিয়ে কাঁড়ি কাঁড়ি অভিযোগ, বিড়ম্বনায় নবান্ন
সেই স্কুলের নাম প্রায়ই খবরের শিরোনামে থাকে। পড়াশোনার পাশাপাশি এই স্কুলের মিড ডে মিলও নাকি অভিনব হয়। সেই স্কুলের রান্নাঘরে ঢুকে মিড ডে মিল চেখে দেখেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংদেন ভূটিয়া। খাবার মুখে দিয়েই স্বাদে মন ভরে যায় তাঁর। এদিন মিড ডে মিলে রান্না হয়েছিল সাদা ভাত, মুসুর ডাল, আলু ও কড়াইশুঁটি দিয়ে সয়াবিনের তরকারি ও স্যালাড। সবকটি পদই অত্যন্ত সুস্বাদু বলে জানান পুলিশ কর্তা। খাবারের মানে সন্তুষ্ট হয়ে এরপর তিনি বাচ্চাদের ক্লাসরুমগুলো ঘুরে দেখেন।
পুলিশ সুপার জানান, পুলিশ আধিকারিকদের এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে জেলার বিভিন্ন স্কুলগুলিতে পরিস্থিতি তদারকের জন্য যখন তখন তাঁরা পরিদর্শনে আসবেন।