শেষ আপডেট: 21st September 2023 14:49
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি (Dengue Situation) যথেষ্ট উদ্বেগজনক। দিনে দিনে বাড়ছে সংক্রমণের হার। পরিস্থিতি মোকাবিলায় নানান পদক্ষেপ নিচ্ছে রাজ্য প্রশাসন। সম্প্রতি স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা রাজ্যের মানুষদের উদ্দেশে বলেন, ডেঙ্গি নিয়ে কেউ যদি সিদ্ধান্তহীনতায় ভোগেন, কিংবা কোনও অভিযোগ থাকে, তবে তা 'সরাসরি মুখ্যমন্ত্রী'র ফোন নম্বরে জানাতে পারবেন। গত কয়েকদিনে 'সরাসরি মুখ্যমন্ত্রী' (Sarasari Mukkhyamantri) নম্বরে ডেঙ্গি নিয়ে শতাধিক ফোন আসে। অভিযোগ পাওয়ার পরেই অধিকাংশ অভিযোগ সমাধান করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিদেশ সফরে। সঙ্গে আছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তাই রাজ্যের প্রশাসনিক বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন স্বরাষ্ট্রসচিব। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে একাধিক বৈঠক করে ফেলেছেন এরমধ্যেই। বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন স্বরাষ্ট্রসচিব। সূত্রের খবর, সেই বৈঠকে আলোচ্য বিষয় ছিল মূলত 'সরাসরি মুখ্যমন্ত্রী' নম্বরে জমা পড়া অভিযোগ নিয়েই।
সূত্রের খবর, জেলাশাসকদের এই সরাসরি মুখ্যমন্ত্রী প্রকল্পটি আরও বেশি করে প্রচার করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রসচিব। পাশাপাশি এদিনের বৈঠকে স্বরাষ্ট্রসচিব বিভিন্ন জেলা ও বিভাগগুলিকে বলেন, সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে যে অভিযোগগুলি আসছে সেই অভিযোগগুলি যাতে সঠিক নিষ্পত্তি হয় সেদিকে নজর রাখার জন্য।
সেইসঙ্গে এদিনের বৈঠকে উঠে এসেছে রাজ্যের বিভিন্ন রাস্তা খারাপের প্রসঙ্গও। জেলায় জেলায় রাস্তার কী হাল তা নিয়ে এবার রিপোর্ট চাইলেন স্বরাষ্ট্রসচিব। নবান্ন সূত্রে খবর, পুজোর আগেই বেহাল রাস্তা মেরামতি করতে নির্দেশ দিয়েছেন তিনি। সেইসঙ্গে কোন জেলার কোন রাস্তার কী অবস্থা, তার দ্রুত রিপোর্ট চাওয়া হয়েছে জেলাশাসকদের থেকে।
উল্লেখ্য, বুধবারই রাস্তার বেহাল অবস্থা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্ষোভ প্রকাশ করেছিলেন। এমনকী এই ইস্যুতে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করার জন্য চিঠিও দিয়েছিলেন তিনি। তারপরই রাজ্যের স্বরাষ্ট্রসচিবের জেলায় জেলায় এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
আরও পড়ুন: পুজোর মুখে ভিলেন ডেঙ্গি, সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে আরও কড়া নবান্ন