শেষ আপডেট: 4th October 2023 20:11
দ্য ওয়াল ব্যুরো, রায়গঞ্জ: বাবার টোটোয় মায়ের কোলে বসে বাড়ি ফিরছিল খুদে। মাঝে রাস্তায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। খারাপ রাস্তার জন্য টোটোয় বসা মায়ের কোল থেকে ছিটকে পড়ে মৃত্যু হল দু’বছরের শিশুর। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তর দিনাজপুরের রামপুরে। চোখের সামনে দুধের সন্তানকে খুইয়ে বাকশক্তি হারিয়েছেন শিশুর মা।
মহিপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মনীয়ার বাসিন্দা আব্দুল রহমত পেশায় টোটোচালক। দুই কন্যাসন্তানের পর বছর দুয়েক আগে পুত্র সন্তানের বাবা হন আব্দুল। ছেলের নাম রেখেছিলেন মহম্মদ তামিন। ইটাহারে তাঁর শ্বশুরবাড়ি। স্ত্রী ও ছেলেকে নিয়ে সেখান থেকে বাড়ি ফিরছিলেন। মায়ের কোলে বসে ছিল ছোট্ট তামিন। রামপুরে রাস্তায় একটি বিরাট গর্তে আব্দুলের টোটোর চাকা আটকে যায়। হেলে পড়ে আব্দুলের টোটো। তখনই ঝাঁকুনিতে ছিটকে পড়ে যায় দুধের শিশু।
রাস্তায় পড়তেই মাথা ফেটে রক্তে বেরতে শুরু করে। তড়িঘড়ি তামিনকে রাস্তা থেকে তুলে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে হাসপাতালে ছোটেন বাবা আব্দুল। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা শিশুকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরেই রাস্তা সারাইয়ের দাবিতে সবর হয়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, অনেক দিন ধরে রাস্তার কোনও সংস্কার হয়নি। চারিদিকে গর্ত তৈরি হয়েছে। যাতায়াত করা যায় না। রাস্তা ভালো থাকলে এমন মর্মান্তিক ঘটনা ঘটত না বলে সকলে দাবি করেছেন।