শেষ আপডেট: 16th May 2023 11:52
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। জায়গায় জায়গায় উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, ভেঙে পড়েছে গাছ, উড়ে গেছে বাড়ির টিনের চাল। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় সোমবারের ঘূর্ণিঝড়ের বেগ ছিল ৮৪ কিলোমিটার প্রতি ঘণ্টা। ঝড়ের দাপটে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৬ জন। আজ মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের দাবি, এই পরিস্থিতিতে ঝড় এবং বিদ্যুতের অবস্থান জানতে কাজে আসতে পারে দামিনী অ্যাপ (Damini app)।
হাওয়া অফিস জানিয়েছে, ২০ কিলোমিটারের মধ্যে হলে ঝড়ের রিয়েল টাইম, অর্থাৎ কতক্ষণে আছড়ে পড়তে চলেছে, এবং বজ্রবিদ্যুতের অবস্থান জানার জন্য দামিনী অ্যাপের সাহায্য নেওয়া যেতে পারে। ৪০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত হলে তা আগেভাগেই এই অ্যাপের মাধ্যমে জেনেনেওয়া যাবে বলে দাবি মৌসম ভবনের। এই অ্যাপটি ২০ কিলোমিটার এলাকার মধ্যে ঝড়ের উপস্থিতির বিষয়ে সাবধানও করে দেয় (Lightning alert)।
আলিপুর সূত্রে খবর, ঘূর্ণিঝড় মোখা আছড়ে পড়ার পর থেকেই রাজ্যে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তার জেরে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলবে। আজ মঙ্গলবার দুই ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। এদিন সকাল থেকেই কলকাতা এবং জেলাগুলিতে চড়া রোদের দেখা মিলেছে। মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দিনের বেলায় গরম বাড়বে, আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বিকেল বা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।
বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি আজ তাপপ্রবাহের (heatwave) সতর্কবার্তা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। কাল বুধবার তাপপ্রবাহের সতর্কবার্তা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে।
সোমবারের কালবৈশাখীর জেরে সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে ৩৫ ডিগ্রিতে। আজ মঙ্গলবারও তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস। আগামী কয়েকদিনেও তাপমাত্রার বিশেষ তফাৎ হবে না। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সেদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে। বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দুই দিনাজপুর ও মালদহ সহ উত্তরবঙ্গের আটটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, তার সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
ভুঁড়ি কমান, নয়তো চাকরি ছাড়ুন, সরকারি ফতোয়ায় শোরগোল, অসন্তোষ পুলিশে