শেষ আপডেট: 29th January 2022 14:07
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে একদিনে কোভিড সংক্রমণের গ্রাফ কিছুটা নামল। গতদিনের চেয়ে কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০ জন কম। তবে সংক্রমণ কমলেও কিছুতেই কমানো যাচ্ছে না দৈনিক মৃতের সংখ্যা। এদিনও মৃত্যু হয়েছে ৩০-এর বেশি। যা নিয়ে চিন্তায় রয়েছেন চিকিৎসকরা। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১২ জন। মৃত্যু হয়েছে ৩৫ জনের। কোভিডকে হারিয়ে এদিন সুস্থ হয়ে উঠেছেন মোট ১১ হাজার ২৮৮ জন। একদিনে কোভিড পরীক্ষা হয়েছে ৬২ হাজার ১২৫ জনের। সুস্থতার হার ৯৭.০৬ শতাংশ। জেলাভিত্তিক রিপোর্টের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে, এদিনও সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। তবে আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কম। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোভিড আক্রান্ত হয়েছেন ৪৫৯ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্তের সংখ্যা ৪৩৩। তবে এই জেলায় ভাইরাসের ছোবলে মারা গেছেন ১০ জন। দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং দার্জিলিং ছাড়া বাকি জেলায় সংক্রমণ ২০০-র নীচে রয়েছে।