শেষ আপডেট: 4th January 2022 15:20
দ্য ওয়াল ব্যুরোঃ সোমবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজারের ওপরে। আর ঠিক তার পরেরদিন, মঙ্গলবারেই রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত সন্ধের বুলেটিন জানাচ্ছে, সংক্রমণের সংখ্যা একলাফে পার করেছে ৯ হাজার। এই একদিনে মৃত্যু হয়েছে ১৬ জনের। যা দেখে রীতিমত প্রমাদ গুনছেন স্বাস্থ্য আধিকারিকরা। দ্বিতীয় ঢেউয়ের শুরুতেও পশ্চিমবঙ্গে এই দৃশ্য দেখা যায়নি বলে জানাচ্ছেন কেউ কেউ। এদিকে, চিন্তার রেশ বাড়িয়ে শুধুমাত্র কলকাতাতেই গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছুঁই ছুঁই। বুলেটিন মারফত জানা গেছে, গত একদিনে কলকাতায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৫৯ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। পশ্চিমবঙ্গে পজিটিভিটি রেট আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে পজিটিভি রেট ১৮.৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টা সময়পর্বে রাজ্যে করোনা পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ৮৬৪টি, যার মধ্যে ৯,০৭৩টি স্যাম্পেল পজিটিভ এসেছে। কলকাতার পাশাপাশি চিন্তা বাড়ছে পার্শ্ববর্তী জেলা উত্তর ২৪ পরগনা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলিও। এছাড়াও করোনা সংক্রমণ বাড়ছে পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলাতেও। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনাতেও করোনা আক্রান্তের সংখ্যা ১,৩৯১ জন। মৃত্যু ৩ জনের। হাওড়ায় সংক্রমিতর সংখ্যা ৬৯৮, মৃত ২জন। দক্ষিণ ২৪ পরগনার সংক্রমিত হয়েছেন ৫২৫ জন। এর পাশাপাশি মৃতের সংখ্যা ২। হুগলিতে ৪০০ জন সংক্রমিত হলেও মৃত্যুর কোনও খবর নেই।