শেষ আপডেট: 26th September 2023 12:16
দ্য ওয়াল ব্যুরো: ফল প্রকাশের পর তিন সপ্তাহ অতিক্রান্ত। বিধায়ক হিসেবে এখনও শপথ নেওয়া হয়নি ধূপগুড়ি উপ নির্বাচনে সদ্য জয়ী তৃণমূল বিধায়ক (Dhupguri Tmc Mla) ডক্টর নির্মলচন্দ্র রায়ের (Nirmal Chandra Roy)। সূত্রের খবর, চিরাচরিত প্রথা ভেঙে বিধানসভার পরিবর্তে গত শনিবার রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করার জন্য ডেকেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাজ্যপালের ওই আমন্ত্রণে সাড়া না দিয়ে আর পাঁচটা দিনের মতো শনিবারও তাঁকে দেখা গিয়েছিল ধূপগুড়ি গার্লস কলেজে ক্লাস নিতে!
সূত্রের খবর, এবার আর নিজে নয়, ধূপগুড়ির নব নির্বাচিত বিধায়ককে শপথ বাক্য পাঠ করার জন্য ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও স্পিকার থাকতে তিনি কেন, এই প্রশ্ন তুলে রাজভবনের প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন আশিসবাবু নিজে।
ফলে বিধায়ক হিসেবে জয়ী হওয়ার পরও রাজ্য বনাম রাজভবনের দ্বন্দে নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণের অনুষ্ঠান ফের জটেই আটকে রইল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সংশ্লিষ্ট মহলের মতে, এক্ষেত্রে পূর্বতন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে অনুসরণ করেছেন বর্তমান রাজ্যপাল। এর আগে বাবুল সুপ্রিয়র সময় ডেপুটি স্পিকারকে শপথ নেওয়ানোর প্রস্তাব পাঠিয়েছিলেন জগদীপ ধনকড়।
৮ সেপ্টেম্বর ধূপগুড়ির উপনির্বাচনের ফলপ্রকাশ হয়। জয়ী হন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। তারপরই শপথ বাক্য পাঠ করানোর জন্য রাজ্যের তরফে রাজভবনে চিঠি পাঠানো হয়েছিল। সূত্রের খবর, রাজ্যের ওই চিঠির কোনও সদুত্তর না দিয়ে শনিবার রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করার জন্য ডেকেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও রাজ্যপালের ওই আমন্ত্রণে তিনি সাড়া দেননি। ফলে ধূপগুড়ির বিধায়কের শপথ অনুষ্ঠান ফের জটে আটক রইল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: 'দিল্লিতে পৌঁছবে বাংলার গর্জন', হকের টাকা ফেরত চাইতে বঞ্চিতদের চিঠি সংগ্রহে তৃণমূল