শেষ আপডেট: 12th August 2023 15:11
দ্য ওয়াল ব্যুরো: ডুয়ার্সে অন্তঃসত্ত্বা হাতি মৃত্যুর ঘটনায় রেলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত (Pregnant Elephant Death) শুরু করতে পারে বন দফতর। শনিবার গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও দ্বিজপ্রতীম সেন জানালেন, এটি নিছক দুর্ঘটনা নয়। রেলের গতির বলি হয়েছে অন্তঃসত্ত্বা হাতি। প্রয়োজনে রেলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত করতে পারে বন দফতর।
দীর্ঘ কয়েক মাসের বিরতির পর আবার জঙ্গলের পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে হাতির। অন্তঃসত্ত্বা হাতিটি (Pregnant Elephant Death) চাপরামারির রেললাইন ধরে জঙ্গল পারাপার করছিল। সেই সময় একটি মালগাড়ি পিষে দিয়ে যায় হাতিটিকে। বৃহস্পতিবার ভোররাতে নাগরাকাটা থেকে শিলিগুড়িগামী একটি মালগাড়ির ধাক্কায় মারা যায় অন্তঃসত্ত্বা হাতিটি। রেললাইনে হাতিটির ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়। পেট থেকে বেরিয়ে এসেছিল গর্ভস্থ সন্তান।
জঙ্গলের পথে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু নতুন কোনও ঘটনা নয়। কারণ এই পুরো রাস্তাটিই হাতির করিডোর। এই নিয়ে বন দফতরের কর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে রেলকর্তাদের। ট্রেনের ধাক্কা হাতি মৃত্যু ঠেকাতে নানা ব্যবস্থাও নেওয়া হয়েছে। তার পরেও এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের গরিমায় কালো দাগ! তাও কেন বন্ধ করা যাচ্ছে না র্যাগিং
বনাধিকারিক দ্বিজপ্রতীপ সেন বলছেন, "গত ১০ অগস্ট চাপরামারির জঙ্গল সংলগ্ন রেলপথে মাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে সন্তানসম্ভবা হাতির (Pregnant Elephant Death)। জিআরপি থানায় এফআইআর করা হয়েছে। এটি সাধারণ দুর্ঘটনা নয়। আদালতের নিষেধাজ্ঞা থাকলেও রাতের দিকে জঙ্গল পথে মাল ট্রেন চালিয়েছে রেল। ট্রেনটি অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল তাই ধাক্কায় হাতির পেট ছিন্নভিন্ন হয়ে সন্তান বেরিয়ে এসেছে।" বনাধিকারিক বলেন, ট্রেনের গতি সেই সময় কত ছিল তা জানতে রেলের কাছে ব্ল্যাক বক্স ও লগবুক ডেটা চাওয়া হবে। তদন্ত এখানেই শেষ হবে না বলে জানান বনাধিকারি দ্বিজপ্রতিম সেন। তিনি বলেছেন, প্রয়োজন হলে রেলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করা হবে।