শেষ আপডেট: 2nd December 2021 16:27
সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : পারিবারিক বিবাদের (Family Dispute) জেরে রাতের অন্ধকার চলল গুলি বোমা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন নুরকারি সর্দার নামে এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ক্যানিংয়ের তালদি গ্রাম পঞ্চায়েতের পূর্ব শিবনগর এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, প্রায় দুবছর আগে থেকে জমিজমা সংক্রান্ত বিবাদ চলছিল নুর ইসলাম, নুরকারি সর্দার এবং ইব্রাহিম সর্দার, হাবিবুল্লা সর্দারদের মধ্যে। এরপর গরু চুরি নিয়েও বিরোধ হয় উভয় পক্ষের মধ্যে। বৃহস্পতিবার রাতে পাড়ার একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন নুরকারি সর্দার। অভিযোগ, সেই সময় ইব্রাহিম সর্দার, হাবিবুল্লা সর্দার, কচি গাজি, জিসান গাজি, মজিদ গাজি, আজিদ গাজি, আজিজুল গাজি, মিজার গাজিরা চায়ের দোকান যায়। দোকানের মধ্যে থেকে নুরকারির জামার কলার ধরে টেনেহিঁচড়ে বাইরে বার করে আনে। সেই সময় দু'রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তারা নুরকারিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় এবং পরে এলাকায় ছ'টি বোমা চার্জ করে। বোমা গুলির শব্দ পেয়ে নুরকারির পরিবারের লোকজন দৌড়ে আসে। তখন অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় নুরকারি সর্দারকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথায়, দু'টি হাতে, পায়ে এবং শরীরের আরও নানা জায়গায় মারাত্মক আঘাত লেগেছে। অবস্থা সংকটজনক হয়ে উঠলে রাতেই তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। খবর পেয়ে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।