শেষ আপডেট: 6th November 2024 13:26
শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ব্লকের অন্তর্গত গ্রাম মাউড়িয়া বস্তি। দীর্ঘ কুড়ি বছরেরও বেশি সময় ধরে এলাকায় রয়েছে একটি শ্মশান। তবে গত এক বছর ধরে শ্মশানের পাশে তৈরি হয়েছে একটি স্টোন ক্রাশার। আর সেই ক্রাশারের জমি বাড়ানোর চেষ্টায় ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে শ্মশানের জমি।
গ্রামবাসীদের অভিযোগ, রেশন মাফিয়া বিমল রায় এই কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তাঁর লোকেরাই এই দখল করছে।
মঙ্গলবার এলাকায় গেলে দেখা যায়, বালাসন নদীর ধারেই রয়েছে শ্মশানটি। পাশেই তৈরি হয়েছে একটি বিশাল বড় ক্রাশার। স্থানীয়দের মতে, কুড়ি বছর আগে মাটিগাড়া নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক শংকর মালাকার এই শ্মশানের উদ্বোধন করেছিলেন।
পরবর্তীতে শ্মশানের উন্নয়নের জন্য বর্তমান বিধায়ক আনন্দময় বর্মন আলোর ব্যবস্থাও করে দেন। কিন্তু বিগত দু’দিন ধরে শ্মশানের জমি দখলের চেষ্টা করছে বিমলের লোকজন। ইতিমধ্যে জমি দখল মুক্ত করতে নিজেরাই শ্মশানের চারিদিকে সীমানা বানিয়ে রেখেছেন।
তবে বিমল রায়ের বক্তব্য, গ্রামবাসীদের দাবি ভিত্তিহীন। ঘটনা প্রসঙ্গে মাটিগাড়ার বিডিও বলেন, এলাকায় শ্মশান রয়েছে কি না তা জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।
অন্যদিকে, মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভোলা ঘোষ বলেন, ‘আমরা জানি এক ব্যবসায়ী শ্মশানের পাশে ক্রাশার খুলেছেন এবং শ্মশানে জমি দখল করার চেষ্টা করছেন। বিষয়টি সত্যি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’