শেষ আপডেট: 24th September 2023 10:54
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: সাইবার প্রতারণা চক্র (Crackdown Cyber Fraud) অতি সক্রিয় হয়ে উঠেছে রাজ্যে। আধার কার্ড থেকে আঙুলের ছাপ ক্লোন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে আসছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। বহু মানুষ এই প্রতারণার শিকার হয়ে অর্থ খুঁইয়েছেন। ঠিক এমন সময়ে বিরাট এক আন্তঃরাজ্য সাইবার প্রতারণা চক্রের খোঁজ পেল ইসলামপুর থানার পুলিশ (Islampur Police)। অভিযান চালাতেই হতবাক পুলিশ কর্তারা।
গত ২১ সেপ্টেম্বর প্রথম অভিযান চালিয়েছিল ইসলামপুর সাইবার ক্রাইম থানার আধিকারিকরা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেমেছিল তাঁরা। প্রতারকদের ডেরায় হানা দিয়ে হাতেনাতে ৩ জনকে গ্রেফতার করে। উদ্ধার করে প্রচুর ফিঙ্গারপ্রিন্ট ডেভলপিং কেমিক্যালস, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জমির দলিলের আঙ্গুলের ছাপের কাগজ, আধারের কপি।
ধৃত তিনজনকে লাগাতার জেরার পর আরও একটি প্রতারণা চক্রের হদিশ পায় তাঁরা। শনিবার সেখানে অভিযান চালিয়ে আরও সরঞ্জাম উদ্ধার করে। সেখানেও কেমিক্যালস, কম্পিউটার, দলিলের কপি, আধার নম্বর মেলে। তবে অভিযানের খবর আগাম টের পেয়ে অন্যত্র গা ঢাকা দেওয়ায় এই চক্রের পান্ডাদের ধরতে পারেনি পুলিশ।
রবিবার এই বিষয়ে ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, প্রথম দিনের অভিযানে চোপড়া থানার নারায়ণপুর এলাকায় হানা দিয়েছিল পুলিশ। সেখান থেকে সরঞ্জাম সমেত গ্রেফতার করা হয় ৩ জনকে। দ্বিতীয় অভিযান চালানো হয় চোপড়া থানার চুটিয়াখোড় গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ কার্তিক বাবু সকলকে আধারের বায়োমেট্রিক সুবিধা বন্ধ করিয়ে নিতে অনুরোধ করেছেন।
আরও পড়ুন: হারিয়ে গিয়ে কেঁদে আকুল ৪ বছরের ছেলে, আসানসোল ট্রাফিক গার্ড মায়ের কোলে ফিরিয়ে দিল