শেষ আপডেট: 4th July 2023 13:55
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ঢাকঢোল পিটিয়েই বর্ধমানে সবার আগে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বামেরা। বড় মুখ করে সিপিএমের নেতারা বাম ঐক্য ষোলো আনা হয়েছে বলেও জানিয়েছিলেন। কিন্তু বাস্তবে তাতে ফাঁক থেকেই গেল। খণ্ডঘোষ ব্লকের নিশ্চিতপুর গ্রাম তারই উদাহরণ। এখানে শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর সংসদের ১২৭ নম্বর বুথে সিপিএম প্রার্থীর মুখোমুখি লড়ছেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী। লড়ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীও।
এখানে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী শেখ জামালউদ্দিন (বকুল)। সিপিএমের প্রার্থী শেখ ইমাম হোসেন (মনা)। পাশের ১২৬ নম্বর বুথে সমঝোতা হলেও এখানে যুযুধান দুই শরিক। কিন্তু কেন এমন হল? ফরওয়ার্ড ব্লকের প্রার্থী শেখ জামালউদ্দিন বলেন, “কিছুদিন আগে সিপিএমের রাজ্যনেতা অমল হালদার কথা দিয়ে গিয়েছিলেন এই আসনে ফরওয়ার্ড ব্লকেরই প্রার্থী থাকবে। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে সিপিএম সেই কথা রাখেনি।” তাঁর অভিযোগ, সিপিএমের খণ্ডঘোষ ১ নম্বর এরিয়া কমিটির নেতা বিশ্বরূপ হাজরার বিরুদ্ধে। সিপিএমের প্রার্থী আসলে তৃণমূল কংগ্রেসের লোক বলেও মারাত্মক অভিযোগ এনেছেন তিনি। ফরোয়ার্ড ব্লকের প্রার্থী বলেন, “এই আসনে ফরওয়ার্ড ব্লকের শক্তি চিরকাল বেশি। তাই তলায় তলায় তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত করার খেলা চলছে।”
অন্যদিকে বিশ্বরূপ হাজরার দাবি বাম ঐক্য ভাঙেনি। তাঁরা মনোনয়ন পেশ করেছিলেন। কিন্তু তুলে নেওয়ার সময় পেরিয়ে গিয়েছিল। সিপিএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেনের প্রতিক্রিয়া, “জেলায় বাম ঐক্য অটুট আছে। এখানে কী ঘটেছে খোঁজ নিয়ে দেখতে হবে।”
ফরওয়ার্ড ব্লকের প্রার্থী জামালউদ্দিন আবার দলের ব্লক সভাপতি। এই প্রসঙ্গে তিনি বলেন, “ওরা প্রচার করবে না বলে জানিয়েছিল। কিন্তু এখন পোস্টার মেরেছে। দেওয়াল লিখন করেছে। এটা বাম ঐক্যের পরিপন্থী।”
বিয়ের জন্য চাপ! বারুইপুরে রেললাইনের ধারে মিলল আরামবাগের সিপিএম প্রার্থীর দেহ