শেষ আপডেট: 22nd September 2024 19:40
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: গরুপাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। তাই নিয়ে মন্ত্রীর ফিরহাদ হাকিম বলেছিলেন, 'বীরভূমের বাঘ, বীরভূমের বাঘই থাকবে।' এবার ফিরহাদ হাকিমের এমন উক্তিকে টেনে এনে খোঁচ দিলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। জলপাইগুড়িতে একটি স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে সূর্যকান্ত বলেন, "বাঘ কেন আমি ওকে বেড়ালও মনে করি না"
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও সীতারাম ইয়েচুরির স্মরণে রবিবার জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে একটি সভার আয়োজন করেছিল বামেরা। সেখানেই যোগ দিতে এসেছিলেন সূর্যকান্ত। সভায় বক্তব্য রাখেন তিনি। কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন সিপিএমের এই বর্ষিয়ান নেতা। সেখানেই তাঁকে অনুব্রত মণ্ডলের জামিন পাওয়া নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে সূর্যকান্ত মিশ্র বলেন, "ও এত গুরুত্বপূর্ণ নয়, যে ওকে নিয়ে বলতে হবে। ওর দম কী আছে জানি আমি। আমি ওকে বেড়ালও মনে করি না।"
২৫ মাস পরে সোমবার সম্ভবত বীরভূমে পা রাখতে চলেছেন ভূমিপুত্র অনুব্রত মণ্ডল। 'দাদা ফিরছেন' এই খুশিতে বীরভূমে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসব শুরু হয়ে গিয়েছে। আনন্দে গ্রামবাসীদের কেউ খাইয়েছেন মাংস-ভাত, কেউ আবার মিষ্টি বিতরণ করেছেন। কেউ কেউ আবার চড়াম চড়াম ঢাক বাজিয়ে মন্দিরের পুজো দিয়েছেন। বিলি করেছেন 'দাদার ফেভারিট গুড়-বাতাসা'। এরমধ্যে তৃণমূল শীর্ষ নেতা ফিরহাদ হাকিম বলেছিলেন, "ওঁ বীরভূমের বাঘ, বীরভূমের বাঘই থাকবে।"