শেষ আপডেট: 6th June 2023 09:59
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সিপিএম নেতার ছেলের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে আউশগ্রামে। বন্ধুর বাড়ি থেকে উদ্ধার হল ওই যুবকের দেহ। মৃতের নাম সঞ্জীব মণ্ডল ওরফে সঞ্জু।
আউশগ্রামের আযোধ্যাপাড়ার বাসিন্দা সঞ্জীব সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর মণ্ডলের বড় ছেলে। বছরখানেক আগেই করোটিয়া গ্রামের বাসিন্দা এক যুবতীকে বিয়ে করেন। তারপর থেকেই পরিবারের সঙ্গে বনিবনা হচ্ছিল না তাঁর। কয়েকদিন ধরে বন্ধু বিষ্ণু মণ্ডলের বাড়িতেই থাকছিলেন সঞ্জু।
সোমবার রাতে সেই বিষ্ণুর বাড়ি থেকেই সঞ্জীব মণ্ডলের দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে এলাকায়। সিপিএম নেতা অপূর্ব চট্টোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা তাকে বিষ্ণুর বাড়িতে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পনা করে খুন করেছে। যেহেতু মৃতের বাবা সিদ্ধেশ্বর মণ্ডল এলাকার সিপিএমের নেতা। মৃতের ভাই চিরঞ্জীব মণ্ডল অবশ্য বলেন, দাদা রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না।
স্থানীয় তৃণমূল নেতা ইদান্দুল সেখ বলেন, ‘এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। শুনেছি মদের আসরে এই ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করছে। আসল তথ্য সামনে আসবে।‘
যদিও মৃতের বাবা সিপিএমের নেতা সিদ্ধেশ্বর মণ্ডল বলেন, 'কী করে ঘটল তা আমি বুঝতে পারছি না, তবে আমার পার্টিই আমার পরিবার। দলীয় নেতৃত্ব যা বলবে সেটাই আমার মত।' ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেফতার করেছে আউশগ্রাম থানার পুলিশ।
বিয়ারের বোতল সামনে রেখে দলীয় কার্যালয়ে অঞ্চল সভাপতি! ছবি ভাইরাল হতে অস্বস্তিতে তৃণমূল