শেষ আপডেট: 6th September 2023 09:25
দ্য ওয়াল ব্যুরো: বাংলা থেকে দিল্লিতে সরল গরু পাচার মামলা (cow smuggling case)। বুধবার ইডির নথি খতিয়ে দেখে মামলা স্থানান্তরের আবেদন ম়্জুর করলেন আসানসোলের বিশেষ আদালতের বিচারক।
বাংলার মামলা কেন দিল্লিতে শুনানি হবে, এর আগে এই প্রশ্ন তুলে সওয়াল করেছিলেন গরু পাচার মামলায় (cow smuggling case) ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এদিনও তাঁর আইনজীবীর পক্ষ থেকে ইডির আবেদনের বিরোধিতা করা হয়। তবে ইডির তরফে এদিন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের জারি করা একটি বিজ্ঞপ্তি আদালতে পেশ করা হয়। এরপরই মামলা স্থানান্তরের বিষয়ে অনুমতি দেন আসানসোল বিশেষ আদালতের বিচারক।
গরু পাচার মামলা দিল্লিতে স্থানান্তরের জন্য গত ২৮ জুলাই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে ইডির তরফে আবেদন করা হয়। তবে অতীতে দু’দফায় আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। কেন এই মামলা দিল্লিতে সরানো হবে, কোন আইনে এই অধিকার দেওয়া হয়েছে, কোনও কেন্দ্রীয় এজেন্সি কি ইচ্ছে করলেই কোনও মামলা অন্য কোনও রাজ্যে নিয়ে যেতে পারে- ইডির উদ্দেশে এমনই একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন বিচারক।
সূত্রের খবর, এদিন ইডির তরফে আদালতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ২০০৫ সালের জারি করা একটি নোটিফিকেশন সামনে আনা হয়। ওই বিজ্ঞপ্তির ৪৪/১ সি ধারায় ইডিকে এক রাজ্যের মামলা অন্য রাজ্যে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে বলে ইডি আদালতে জানায়। এরপরই গরু পাচার মামলা রাজ্য থেকে দিল্লিতে স্থানান্তরের নির্দেশ দেন বিচারক।
গরু পাচার মামলায় প্রথমে সিবিআই ও পরে ইডির হাতে গ্রেফতার হয়ে দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন অনুব্রত, তার কন্যা সুকন্যা, প্রাক্তন দেহরক্ষী সায়গল, এনামুল হক এবং বিএসএফ আধিকারিক সতীশ কুমার। নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে অভিযুক্তরা শীর্ষ আদালতে আবেদন জানাতে পারেন বলেই সূত্রের খবর।
আরও পড়ুন: ৮২-র কাছে ৮৩-র হার! টেট মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখল হাইকোর্ট