শেষ আপডেট: 22nd September 2020 04:20
জেলা হাসপাতালে এই প্রথমবার সুস্থ সন্তানের জন্ম দিলেন কোভিড আক্রান্ত প্রসূতি
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: জেলা হাসপাতালে এই প্রথমবার সুস্থ শিশুর জন্ম দিলেন করোনা আক্রান্ত গর্ভবতী মহিলা। অস্ত্রোপচারের সাফল্যে খুশী হাসপাতালের ডাক্তারবাবুরা। সুস্থ সন্তান ভূমিষ্ঠ হওয়ায় খুশি ওই প্রসূতির পরিবারের লোকজনও।
আসানসোল দক্ষিণ থানার আপার চেলিডাঙ্গার বাসিন্দা ২৫ বছরের ওই মহিলা সন্তানসম্ভবা ছিলেন। বিগত চারদিন ধরে শ্বাসকষ্ট এবং জ্বরের উপসর্গ দেখা দেওয়ায় ডাক্তারের নির্দেশে তার কোভিড পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসায় চিন্তিত হয়ে পড়েন মহিলার পরিবারের লোকজন। তাকে প্রাথমিকভাবে সনকা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক কোভিড পেশেন্টের সন্তান প্রসব করানোর পরিকাঠামো না থাকায় ওই মহিলাকে ফেরৎ পাঠিয়ে দেন।
মঙ্গলবার সকালে সনকা হাসপাতাল থেকে সরাসরি আসানসোল জেলা হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয় ওই মহিলাকে। সেখানে প্রাথমিকভাবে কিছু পরীক্ষা করার পর তাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। প্রসূতি বিভাগের চিকিৎসক ডঃ তপন ব্যানার্জী, এ্যানাস্থেসিস্ট ডাঃ শ্রীকান্ত গাঙ্গুলী এবং শিশু বিশেষজ্ঞ ডাঃ তনুশ্রী মন্ডলের উপস্থিতিতে সফল অপারেশন হয় ওই মহিলার।
কোভিড কিট পরে সফলতার সঙ্গে অপারেশন পরিচালনা করেন জেলা হাসপাতালের ডাক্তারেরা। কন্যা সন্তানের জন্ম দেন ওই মহিলা। সন্তান জন্মের পর মা ও শিশু দুজনকেই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। মা ও শিশু উভয়েই সুস্থ আছেন বলে জেলা হাসপাতাল তরফে জানানো হয়েছে।
হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কোভিডে আক্রান্ত কোনও গর্ভবতী মহিলাকে এলাকার বেসরকারি হাসপাতালগুলো ভর্তি নিতে চায় না। কিন্তু জেলা হাসপাতালের চিকিৎসকেরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও সন্তানসম্ভবা এই মহিলার সফল অপারেশন করেছেন।চিকিৎসকদের সাফল্যে খুশি হাসপাতাল কর্তৃপক্ষ।