দ্য ওয়াল ব্যুরো: এবার ডাক্তারি প্রবেশিকার বিভিন্ন সহায়ক বইয়ে স্থান পেল কোভিড ১৯। ডাক্তারির প্রবেশিকার জন্য নিট পরীক্ষা (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) এবছর ১ আগস্ট হওয়ার কথা।
বইপাড়ায় খোঁজ নিয়ে দেখা গেল, চলতি বছরের নতুন সংস্করণগুলিতে অন্তর্ভুক্ত হয়েছে করোনা ভাইরাস ‘ফ্যাক্ট ফাইন্ডার।’ এছাড়াও নিটে–র প্রস্তুতির বিভিন্ন বইয়ে রয়েছে করোনা নিয়ে চ্যাপ্টার।
কলেজস্ট্রিটের ‘বুক এক্সচেঞ্জে’ মূলত চিকিৎসা সংক্রান্ত নতুন ও পুরোনো বই বিক্রি হয়। দোকানি বললেন, ‘গতবছরও করোনা নিয়ে ডাক্তারি পড়ুয়াদের কোনও বই ছিল না। চলতি বছরের নতুন সংস্করণে ‘এসেনসিয়াল অফ মেডিক্যাল মাইক্রোবায়োলজি’–র তৃতীয় খণ্ডে কোভিড ১৯ নিয়ে নতুন চ্যাপ্টার রয়েছে। করোনা নিয়ে এপর্যন্ত যা গবেষণা হয়েছে, সেটাই স্বল্প পরিসরে রয়েছে সেখানে। ডাক্তারির প্রবেশিকা নিট–এর পড়ুয়াদের জন্য সাঁতরা প্রকাশনীর ‘উচ্চতর জীববিদ্যা’ বইটির সঙ্গে বিনামূল্যে দেওয়া হচ্ছে
‘করোনা ভাইরাস ফ্যাক্ট ফাইন্ডার’ নামে পাতলা বইটি।
দু’একদিনের মধ্যেই স্কুল–কলেজগুলিতে ভর্তি শুরু হবে। বইপাড়াও একটু একটু করে ছন্দে ফিরছে। সামান্য হলেও বই বিক্রি শুরু হয়েছে। তবে গল্প–উপন্যাস নয়, পাঠ্য বইয়ের জন্যই কিছু পড়ুয়া ও অভিভাবকরা আসছেন দোকানগুলিতে। ‘এখন বইপাড়া খোলা থাকছে সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত। বিক্রি খুবই কম। বইয়ের যোগানও কম। যাতায়াতের সমস্যায় দূরের পড়ুয়া ও ক্রেতারা কলকাতায় আসতে পারছেন না।’ বললেন, মিদ্যা বুক স্টলের অনিল মিদ্যা। জানালেন বাজার খুবই খারাপ। মূলত পাঠ্যবই বিক্রি করেন তিনি। বললেন, ‘স্কুল–কলেজ বন্ধ, বাজার ভালো হবে কী করে। তার ওপর এখন সবই অনলাইন। ই–বুক আর পাইরেটেড পিডিএফের ছড়াছড়ি। যেকারণে আমাদের বাজার মন্দা।’