শেষ আপডেট: 5th December 2022 01:44
পুরনো কাগজপত্রের দোকান থেকে উদ্ধার কোর্ট থেকে চুরি যাওয়া একশো রেকর্ড!
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: পুরনো কাগজপত্র বিক্রির দোকান থেকে উদ্ধার হল কোর্টের জরুরি রেকর্ড (Court Records Stolen) ! এই ঘটনায় হতবাক আসানসোল আদালতের (Asansol Court) আইনজীবীরা।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে আসানসোল মুন্সেফ কোর্টের রেকর্ড রুমে তালা ভেঙে প্রায় তিনশোটি ফাইল চুরি হয়ে যায়। অভিযোগ পেতেই পুলিশ তদন্ত শুরু করে। সোমবার সকালে চুরি যাওয়া ১০০টি রেকর্ড তারা উদ্ধার করে । পুরনো কাগজপত্র দোকানে তল্লাশি চালাতে গিয়েই এই জরুরি নথিপত্রগুলি উদ্ধার হয়। এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিয়ম মেনেই চাকরি, দাবি টুম্পারানির দিদির, আত্মীয় বলছেন অন্য কথা
মুন্সেফ কোর্টের পেশকার অরূপ দাস জানান, চুরির ঘটনা নজরে আসতেই একটি এফআইআর দায়ের করা হয়। কে বা কারা আদালতের দরজা ভেঙে রেকর্ড চুরি করল তা জানার চেষ্টা করছে পুলিশ। কী কারণে এই নথি চুরি করা হয়েছে তাও জানার চেষ্টা চলছে।