তরুণীকে ধর্ষণের হুমকি! প্রতীকী
শেষ আপডেট: 1st September 2024 15:16
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: রাত দখল করতে গেছিলেন, এটাই যেন তাঁর অপরাধ। এবার জন্য ধর্ষণের হুমকি পেলেন কোচবিহারের এক তরুণী। দিনহাটার বাসিন্দা ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সঞ্জয় দাস নামে এক তরুণের বিরুদ্ধে। তরুণীকে ম্যাসেজ পাঠিয়ে হুমকি দেয়। এই ঘটনার থানায় অভিযোগ জানতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হন দিনহাটার এক এসইউসিআই নেতা । আহত ওই নেতাকে চিকিৎসার জন্য দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা।
শনিবার রাত আটটা নাগাদ দিনহাটা শহরের হাসপাতাল মোড় এলাকায় ব্যস্ততম জায়গায় নেতা আজিজুল হককে মারধরের অভিযোগ উঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশু ধর। আহত ওই এসইউসিআই নেতা বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাম শ্রমিক সংগঠনের ওই নেতার অভিযোগ, এক তরুণীকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল।তাই এদিন ঘটনার লিখিত অভিযোগ নিয়ে দিনহাটা মহিলা থানায় যান তিনি। তখন থানার তরফ থেকে ওই তরুণীর আধার কার্ডের ফোটো কপি চাওয়া হয়। আধার কার্ডের ফোটো কপি করতে গেলে তৃণমূলের কয়েকজন তার ওপর চড়াও হয় বলে অভিযোগ। আজিজুলকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। এরপরেই তিনি কোনরকমে সেখান থেকে পালিয়ে এসে দিনহাটা থানায় আসেন। পরবর্তীতে দিনহাটা মহকুমা হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে আজিজুল হক দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফের এই ঘটনায় আবারও নতুন করে উত্তপ্ত হওয়ার আশঙ্কা দিনহাটায়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
ওই তরুণীর অভিযোগ, আরজি করের ঘটনার প্রতিবাদে রাত দখলের লড়াইয়ে গেছিলেন। তার পরেই সোশ্যাল মিডিয়া ধর্ষণের হুমকি দিচ্ছিল এক যুবক। তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এই ঘটনার কথা "পাড়াতুতো কাকু" আজিজুল হককে জানিয়েছিলেন তিনি। এর পরে তাঁরা মহিলা থানায় গিয়ে অভিযোগ জানাতে যান।
থানার বিরুদ্ধে ক্ষোভ উগরে তরুণী অভিযোগ, তাঁদের তিনঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল। তার পর আধার কার্ডের ফোন কপি করিয়ে আনতে বলা হয়। যুবতী বলেন, “থানার লোকজন আমার এফআইআর প্রথমে নিচ্ছিল না। অনেকভাবে বুঝিয়ে এফআইআর লিখল। তিন ঘণ্টা বসিয়ে রাখল। এরপর আমায় বলল আধার কার্ডের জেরক্স লাগবে। আমি বললাম এই মুহূর্তে রাত হয়ে গিয়েছে আমি একা যেতে পারব না। তাই আমি ফোনে আধার কার্ডের যে ছবি ছিল তাই দিলাম। তবে সেটা নিতেও রাজি হয়নি। বলল জেরক্সই লাগবে।”
তখন তরুণীর সঙ্গেই ছিলেন আজিজুল। তিনি বাইরে বের হতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ।
যদিও বিশু রায় বলেন, “মহিলাদের উপর কোনও অত্যাচার হলে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যবস্থা নেবেন। দিনহাটা সুরক্ষিত। এমন ঘটনা ঘটে না।”