ম্যারাথনে দৌড়তে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু ছাত্রের
শেষ আপডেট: 12th January 2025 14:17
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ম্যারাথনে দৌড়তে গিয়ে অসুস্থ হয়ে প্রাণ হারালেন পুন্ডিবাড়ি কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। আকস্মিক এই মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের গোটা ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অনিশ রাই। তাঁর বাড়ি গরুরবাথানে। তিনি পুন্ডিবাড়ি কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র।
স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানেই অংশ নিয়েছিলেন অনিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাতলাখাওয়া থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ের পর্যন্ত দৌড় হওয়ার কথা ছিল। সেই মতো সকালেই পাতলাখাওয়া থেকে দৌড় শুরু হয়। দৌড়ানোর সময়ে মাঝপথে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যান অনিশ। অসুস্থ হয়ে পড়েন। ম্যারাথন থামিয়ে অ্যাম্বুল্যান্সে করে ওই ছাত্রকে পুন্ডিবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে চিকিৎসকরা তাঁকে কোচবিহার মেজিক্যাল কলেজে রেফার করেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরে তদন্ত নেমেছে পুলিশ।