শেষ আপডেট: 23rd June 2023 16:45
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: মাদক খাইয়ে নাবালিকার আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল। এরপর দিনের পর দিন ধর্ষণ ও টাকা আদায় (minor raped)। এমনকী নাবালিকা ছাত্রীর কন্যাশ্রীর টাকাও ছাড়েনি অভিযুক্ত যুবক। কোচবিহারের মেখলিগঞ্জের এই ঘটনায় অবশেষে অভিযুক্তের শাস্তি হল। ২০ বছর সশ্রম কারাদণ্ড দিল আদালত।
জানা গিয়েছে, মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধায় এক কোচিং সেন্টারে বিজয় রায়ের সঙ্গে আলাপ হয় দশম শ্রেণির ওই ছাত্রীর। একদিন বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ছাত্রীর বাড়িতে ঢুকে পড়ে বিজয়। পানীয়ের সঙ্গে ছাত্রীকে মাদক খাইয়ে আপত্তিকর ছবি তোলে। এরপর ওই ছবি দেখিয়েই চলে নির্যাতন। নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে টাকা আদায়ও করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কন্যাশ্রীর টাকা তুলে বিজয়কে দিয়েছিল নাবালিকা।
পরে ১৮ বছর বয়স হলে মেয়েটির বিয়ে ঠিক করে পরিবার। বিজয় তা জানতে পেরে পাত্রের বাড়িতে অশ্লীল ছবি পাঠিয়ে বিয়ে ভেঙে দেয়। অপমানে আত্মহত্যার চেষ্টা করে নাবালিকা। তার মায়ের তৎপরতায় প্রাণ বাঁচে। গ্লানি থেকে মুক্তি চেয়ে অপরাধীর শাস্তি চাই নির্যাতিতা। অবশেষে ২০২১ সালের ১৩ নভেম্বর থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্ত শুরু করে। ২০২২ সালের মে মাস থেকে বিচার শুরু হয়। সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, ৬৭বি ধারা (শিশু পর্নগ্রাফি আইন) এবং ৬ নম্বর পকসো ধারা-সহ বেশ কয়েকটি ধারায় ওই যুবককে দোষী সাব্যস্ত করে আদালত।
বিজয়কে দোষী সাব্যস্ত করে মেখলিগঞ্জ অতিরিক্ত দায়রা আদালত কড়া সাজা দেয়। শুক্রবার বিচারক হিরন্ময় সান্যাল সাজা ঘোষণা করেন।
পানীয় জলের লাইন দেওয়ার নাম করে কোটি টাকার দুর্নীতি! অভিযোগের তির তৃণমূলের দিকে