শেষ আপডেট: 10th November 2024 18:39
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: তৃণমূলের দুই নেতার হুমকির পরেই অভিযুক্ত দুই চিকিৎসককে শো-কজ করলেন হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল। অস্থিরোগ বিশেষজ্ঞ দেবজিৎ ভৌমিক ও জেনারেল ফিজিশিয়ান লতিফুল শেখকে শো-কজ করা হয়েছে। ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে দুই ডাক্তারকে।
ঘটনার সূত্রপাত হয় শুক্রবার। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ সোশ্যাল মিডিয়ায় এক মহিলা ডাক্তারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। মন্ত্রীর দাবি ছিল, এক রোগীকে ফুসলিয়ে ওই চিকিৎসক নার্সিংহোমে নিয়ে গিয়েছেন। এই অভিযোগ ওঠার পরে শনিবার সকালে দিনহাটা মহকুমা হাসপাতালে পৌঁছে যান ব্লক তৃণমূল সভাপতি বিশু ধর ও পুরসভার উপ পুরপ্রধান সাবির সাহা চৌধুরী।
রোগীরা সঠিক পরিষেবা পাচ্ছেন না বলে দাবি করতে থাকেন। এমনকী সঠিক সময় ডাক্তারবাবুরা হাসপাতালে আসছে না বলে অভিযোগ করেন। পরিষেবার ঠিক না হতে হাসপাতাল কর্তৃপক্ষকে দেখে নেওয়ার হুমকিও দেন তাঁরা।
এর কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত দুই চিকিৎসক দেবজিৎ ভৌমিক ও লতিফুল শেখকে শো-কজ করা হয়। অনেকের অভিযোগ ছিল ডাক্তার দেবজিৎ নির্ধারিত সময়ে হাসপাতালে আসেন না। একই সঙ্গে ডাক্তার লতিফুলের বিরুদ্ধে রোগীদের উপযুক্ত পরিষেরা না দেওয়ার অভিযোগ ওঠে।
এবিষয়ে সুপার রঞ্জিত মণ্ডলের দাবি, নিয়ম মেনে কাজ না করার অভিযোগে ওই দুই চিকিৎসককে শো-কজ করা হয়েছে। ৭দিনের মধ্যে তাঁদের এর জবাব দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে কোচবিহারের সিএমওএইচের দাবি, সুপারকে গোটা বিষয়টি দেখতে বলা হয়েছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে মিটিয়ে নেওয়া হবে।
গোটা বিষয়েট কড়া বিরোধিতা করেছে চিকিৎসকদের সংগঠন। কী ভাবে রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে ঢুকে চিকিৎসকদের হুমকি দিলেন তার তদন্ত চেয়ে মুখ্যসচিবকে চিঠি দিয়েছে সরকারি চিকিৎসকদের সংগঠন।