শেষ আপডেট: 22nd October 2024 13:41
দ্য ওয়াল ব্য়ুরো, কোচবিহার: সামনেই উপনির্বাচন। উৎসবে আবহে প্রার্থী ঘোষণা করেছে রাজনৈতিক দলগুলি। চলছে প্রচারও। এবার বিজেপিকে প্রকাশ্য হুঁশিয়ারি দিলেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। তিনি বলেন, "সিতাইয়ের প্রার্থী যেন নিজের বুথে পোলিং এজেন্ট দিতে না পারে, তার ব্যবস্থা করতে হবে আমাদের।" তৃণমূল সাংসদের এই মন্তব্য ঘিরে এখন বিতর্ক তৈরি হয়েছে কোচবিহারে।
সোমবার সন্ধেয় সিতাই বেসিক স্কুলের মাঠে তৃণমূলের বিজয়া সম্মিলনী ছিল। একই মঞ্চ উপনির্বাচনের কর্মিসভায় রাখা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে হুমকি সুর শোনা যায় তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার গলায়। সেখানে তিনি বলেন, "দীপক রায় পূর্বের নির্বাচনগুলিতে প্রার্থী হয়েও কোনওদিন নিজের বুথে জিততে পারেননি। তাই এবারও তিনি জিতবেন না এটা সিওর। তাঁর নিজের বুথে যেন বিজেপি কোনও এজেন্ট না দিতে পারেন, সেই ব্যবস্থা আমাদের করতে হবে।"
এরপরেই বিজেপির বঞ্চনার কথা নিয়ে সরব হন তৃণমূল সাংসদ। তাঁর কথায়,'বাংলার মানুষকে ভাতে মারা চক্রান্ত। একশ দিনের টাকা বন্ধ। আবাস যোজনার টাকা বন্ধ। রাস্তা নির্মাণের টাকা বন্ধ। উন্নয়নের টাকা বন্ধ করে দিয়ে বাংলার মানুষের উপর যে অবিচার করেছে। সেই অবিচারের বদলা এই বিধানসভা উপনির্বাচনে আমাদের নিতে হবে।'
২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে আসন সংখ্যা কমেছে বিজেপির। গতবারে ১৮টি আসন সংখ্যা থাকলেও এবার ১২টিতে নেমে গিয়েছিল। সেখানেই তৃণমূলের আসন সংখ্যা বেড়েছে। এবার ২৯টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। রাজবংশী ভাবাবেগকে সামনে রেখে কোচবিহারে নিশীথ প্রামাণিকের সঙ্গে জগদীশ বসুনিয়ার হাড্ডাহাড্ডি লড়াই হয়। সেখানে জয় লাভ করেন বসুনিয়া। তারপর থেকে একেবারেই দেখা যাচ্ছে না নিশীথ প্রামাণিককে। এর সঙ্গেই কোচবিহারের মাটিতে বিজেপিকে সাংগঠনিকভাবে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি। তবে তৃণমূল সাংসদের এই বক্তব্য ঘিরে শোরগোল জেলার রাজনৈতিক মহলে।